আমাদের কথা খুঁজে নিন

   

অনন্যা

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

বলি বলি করে বলা হয় না বুঝবে না জেনে শোনান হয় না। আঁধার রাতের জোছনা তুমি, ফুলেল বাগানে প্রজাপতি অভিমানী। সময়ের ডাইরীতে আছে লেখা, শুনবে কি তুমি সে রূপকথা? অনুমতি দেবে না জানি, কী আর করব তুমি যে নারী। ভালবাসার কথা বলছি না প্রেমের প্রশ্নেও যাচ্ছি না; যে কথা না বললেই না রূপে তুমি সত্যই অনন্যা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।