আমাদের কথা খুঁজে নিন

   

অনন্যা

অনন্যা আমি তো একদিন চলে যাব হারিয়ে যাব ঐ আকাশের নীলিমায়। আপন তুমি, পর তুমি ক্ষমা করে দিও আমায়। দেখেছি তোমায় হৃদয়ের আঙিনায় রেখেছিলাম তোমায় মনের আয়নায়। নিয়তি যার নিষ্ঠুর, সবই যার ভুল কি করে সে ফোটাবে তোমার হৃদয়ে ফুল। অনন্যা এ পৃথিবী ছেড়ে আমি চলে গেলাম শুধু মনে রেখ তুমি ভুল করে হলেও আমি তোমার অশ্রু মুছেছিলাম।

আজকে তোমায় আমি মুক্ত করে দিলাম তোমার দেয়া কষ্ট নিয়ে ভুবন ছেড়ে গেলাম। তবুও বলবো মনে রেখ আমায় শুধু আমিই ছিলাম যে ভালোবাসতো তোমায়। অনন্যা আমি আর তোমার পথে বাধা তো দেবো না বলবো না কখনো ছড়ে যেও না আমায় নিয়ে মিথ্যে প্রদীপ তুমি আর জ্বেলো না। আর কখনো আমি তোমার খবর নেব না চলে গেছি তাই তুমি এটা ভেব না। কি করে ভুলি বল তোমার মায়াবী চেহারা আজকে তাই বেচে আছি হয়ে দূর আকাশের দ্রুব তারা।

অনন্যা যদি কখন মনে পড়ে এসো নদীর বাকে আমি চাঁদ হয়ে তাকিয়ে আছি তোমার মুখের দিকে। আমার কথা ভেবে যদি তোমার কান্না আসে তবে দু হাত বাড়িয়ে দিও, আমার দেয়া বৃষ্টি তুমি বরন করে নিও, সেই বৃষ্টিতে তোমার কষ্ট আমায় ভাসিয়ে দিও। অনন্যা যদি দিতে ইচ্ছে করে বকুল ফুলের মালা তবে ভাসিয়ে দিও সাগরে জল হয়ে নেব মালা, বরন করে আদরে। তবুও মনে রেখ আমিই ছিলাম যে ভালোবাসতাম তোমারে। অনন্যা ----- না আমি তো মরিনি, আমি বেচে আছি আমার নিঃশ্বাসতো তোমার মনের ভিতর চাইলেও তুমি পাড়বে না করতে আমায় পর।

তোমার জন্য গড়েছি আমি নতুন স্বপ্নতরী, তুমি বেচে আছো বল আমি কেমনে মরি। ( স্বরচিত - মারজুক অপু ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।