আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকানদের রসবোধ

আমেরিকানদের সবকিছুই বড় বড়। মানে গাড়ী, ভবন, সেতু, এয়ারপোর্ট এই সব। যারা ওখানে থাকেন বা কখনো গিয়েছেন, তারা জানেন। আর যারা কখনো যাননি, তারা নিশ্চয়ই ফিল্ম-টিল্ম দেখে ধারণা পেয়ে থাকবেন। এক অন্ধ একাকী প্রথমবারের মত আমেরিকা যাচ্ছেন।

বিমানে পাশের সীটে উপবিষ্ট একজন আমেরিকান নাগরিক তাকে এ বিষয়ে সারাক্ষণই ধারণা দিয়ে গেল। আমেরিকা পৌঁ‍ছাতে পৌঁ‍ছাতে তিনি আমেরিকার বিশালত্ব সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে ফেললেন। লম্বা ভ্রমনে ক্লান্ত ভদ্রলোক হোটেল রুমে ঢোকার আগে লবীতে একটু হালকা নাস্তা আর পানীয়ের জন্য অর্ডার করলেন। ওয়েট্রেস বিশাল এক মগ বিয়ার এনে দিলে তিনি হাতে নিয়ে সবজান্তার মতো বললেন “ওয়াও, আমি জানি যে এখানে সবই বড় বড়”। ওয়েট্রেসও সায় দিলো “হ্যা, তাই”।

বিশাল এক মগ বিয়ার পানের পর স্বাভাবিকভাবেই তার হিসি পেয়ে গেল। ওয়েট্রেস জানালো সামনে এগিয়ে ডানদিকের একটা দরজা বাদ দিয়ে দুনম্বরটাই রেষ্টরুম। কিন্তু দেয়াল ধরে একটা দরজা পার হয়ে বেচারা হোচট খেয়ে দুনম্বরটা মিস করে তৃতীয় দরজায় পৌঁ‍ছে গেলেন। ওটা যে সুইমিং পুলের দরজা ছিলো তা না জেনে কয়েক পা এগুতেই বেচারা ঝপাৎ পুলের পানিতে পড়ে গেলেন। ঝট করে তার মনে হয়ে গেলো যে, আমেরিকানদের সবকিছুই বড় বড়।

জান বাঁচাতে ভদ্রলোক চিৎকার করে উঠলেন “ডোন্ট ফ্লাশ, ডোন্ট ফ্লাশ”। উপরের গল্পটি কিন্তু আমেরিকানদের রসবোধ নিয়ে না, নিচেরটি আমেরিকানদের রসবোধের গল্প। উইকিলিকসের ফাঁস করা ‘গোপনীয়’ শ্রেণীভুক্ত একটি তারবার্তা ২০০৬ সালের ৪ ডিসেম্বর ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস। ২০০৭ সালের ২২ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে বিভিন্ন দলের অবস্থা ও অবস্থান জানানোর জন্য বিউটেনিস এই তারবার্তাটি পাঠান। আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল সম্পর্কে সাবেক রাষ্ট্রদূত ওই তারবার্তায় তার মূল্যায়ন তুলে ধরেন।

২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখের ইত্তেফাকে বিস্তারিত পড়ে নেবেন। বিউটেনিস গোপন তারবার্তায় লেখেন, “আওয়ামী লীগ মানবাধিকারের দিকে বেশি যত্নশীল বলে তাদের সঙ্গে আলোচনায় আমাদের মনে হয়েছে”। বিউটি আপার রসবোধ অতুলনীয়। ডোন্ট ফ্লাশ, ডোন্ট ফ্লাশ। লিঙ্কঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.