আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকানদের জন্য দোয়া করব কোন দূখেঃ ......

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী আমেরিকানদের জন্য দোয়া করুন। আল্লাহ্‌ যেন তাদের হেফাজত করেন। আমেরিকানদের জন্য দোয়া করুন। আল্লাহ্‌ যেন তাদের হেফাজত করেন। কারন নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে হারিকেন স্যান্ডি।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসমতে, এটি হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়। এতে অন্তত পাঁচ কোটি লোক ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ৬৬ জন মারা গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় কাল মঙ্গলবার সকালে স্যান্ডি দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় স্যান্ডির প্রভাবে আগামী কয়েক দিন প্রবল বাতাস ও বন্যার কারণে বিদ্যুত্ বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে।

ক্ষয়ক্ষতি কমাতে এখন থেকেই কর্তৃপক্ষ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। স্কুল-কলেজ, পরিবহনব্যবস্থা ও রেলস্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে বিমানের ফ্লাইট বাতিল, লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও নিয়ন্ত্রণকক্ষ খুলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জরুরি অবস্থা জারি: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিম্নাঞ্চলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মধ্য আটলান্টিকের দিকে ধেয়ে আসা হারিকেন স্যান্ডি যুক্তরাষ্ট্রের সময় সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি সার্বক্ষণিক ঘণ্টায় ৭৫ মাইল শক্তি ধরে এগিয়ে আসছে। ব্যতিক্রমী এ মৌসুমি ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়াবিদেরা সঠিক ধারণা দিতে পারছেন না। তবে এটি প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা। বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মধ্যে তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে।

এর মধ্যে পূর্ণচন্দ্রের প্রাকৃতিক প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উত্তালতা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্ক, নিউজার্সি থেকে শুরু করে রাজধানী ওয়াশিংটন ডিসিতে আজ সোমবারের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে: ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার সকালে নিম্নাঞ্চল থেকে লোকজনের সরে যাওয়া শুরু হয়েছে। পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর নগর কেন্দ্রে সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ খোলা রাখা হয়েছে।

এসব এলাকায় যান চলাচল ও রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাতে অঙ্গরাজ্যগুলো ভুতুড়ে এলাকায় পরিণত হয়। নিউইয়র্ক-নিউজার্সির সমুদ্র তীরবর্তী এলাকায় ১১ ফুট উচ্চতায় পানি বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। নিউজার্সির গভর্নর সবাইকে নিম্নাঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সমুদ্রপারের আটলান্টিক সিটির ক্যাসিনোগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

এখানে বসবাসরত প্রায় ১০ হাজার বাংলাদেশি নিকটবর্তী নিরাপদ এলাকায় সরে গেছেন। আটলান্টিক সিটি থেকে প্রবাসী নাসের আহমেদ জানিয়েছেন, সরকারি নির্দেশ অনুযায়ী পরিবার নিয়ে তিনি অন্যত্র আশ্রয় নিয়েছেন। অন্যান্য বাংলাদেশিও নিরাপদ আশ্রয়ে গেছেন বলে তিনি জানান। প্রতিটি নগরকেন্দ্রে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রোববার সকালের মধ্যে বিপণিবিতানগুলোতে মোমবাতি, পানীয় জলের বোতল, দুধ ও তৈরি খাবার শেষ হয়ে যায়।

সতর্ক রয়েছেন ওবামাসহ প্রশাসন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কেন্দ্রীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। হারিকেন স্যান্ডি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে পারে বলে আভাস দিয়েছেন ওবামা। তিনি গুরুত্বের সঙ্গে ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতি নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। নিউইয়র্ক নগরের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি হবে আরও জটিল। নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

জরুরি বিভাগকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনী প্রচারণায়ও স্যান্ডির প্রভাব: হারিকেন স্যান্ডির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা থমকে দাঁড়িয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি তাঁদের শেষ মুহূর্তের প্রচারণা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। ফ্লাইট বিপর্যয়: ঘূর্ণিঝড় স্যান্ডির কারণে মার্কিন বিমান সংস্থাগুলো মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রোববার সাত হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।

মার্কিন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবারের সব ফ্লাইটও বাতিল করতে হবে বলে তারা আশঙ্কা করছে। পাশাপাশি অতিরিক্ত ঝড় ও বন্যার কারণে আরও বেশি দিন ফ্লাইট বাতিল করতে হতে পারে। ট্রান্সপোর্ট পরামর্শক জর্জ হামলিনের আশঙ্কা, স্যান্ডির কারণে বিমান কর্তৃপক্ষগুলোর লাখ লাখ ডলার ক্ষতি হতে পারে। আসল মানুষ তারাই যারা সবার ভালোর জন্য দোয়া করেন। ভিডিও: Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.