আমাদের কথা খুঁজে নিন

   

প্রজন্মের থাবা

ভালোবাসা হচ্ছে নকআউট সিরিজ

প্রজন্মের থাবা এই বাংলায় রাজনৈতিক দলের গনতন্ত্র নেই নেই সংসদে গনতন্ত্র, সংবিধানে গনতন্ত্র- ৭০নং অনুচ্ছেদ এর অন্তরায়। তবে কি গনতন্ত্র মানে, ভোট দিয়ে অগনতান্ত্রিক- সাংসদ নির্বাচন? গনতন্ত্র মানে কি, নূর হোসেনের হতাস আত্মা? অন্তরালে বিধ্বংসী অস্ত্র, জনগনের বুক-পিঠের জন্য? ঘাম ঝরা টাকা বিদেশে পাচার, সম্পদের পাহাড়? দেশের শিক্ষা স্বাস্থখাত ধ্বংস করে, নিজ সন্তানের- বিদেশে উচ্চ শিক্ষা-স্বাস্থ পরীক্ষা? আর নির্বাচনে এলেই দ্বারে-দ্বারে খয়রাত? সেবক হতে চাওয়া? নির্বাচনে জয়ের পর, খয়রাত দাতার শাসক? এটা যদি না হয়, তবে- আত্মহত্যা কর্-পূর্ব সাংসদ-আত্মহত্যা কর্। কারন, জনগন তোদের মুখে লাথি মারতে প্রস্তুত হচ্ছে, আর, খয়রাত? মাফ? পাবিনা, পাবিনা তোরা পাবিনা- ফিরে দ্যাখ- ইতিহাস কাউকে মাফ করেনি প্রজন্ম কাউকে মাফ করে নি। বাঙ্গালিরা আজ সন্তানের নাম, মীর জাফর রাখে না। মীর জাফর-রাজাকার, বাংলার প্রচলিত গালি হয়ে দাঁড়িয়েছে, তেমনি, তোদের প্রত্যেকের নামে, এক একটি গালির সৃষ্টি হবে- প্রজন্ম থেকে প্রজন্মান্তরে- মুক্তিযুদ্ধের পরাশক্তিরাও বাদ যাবে না- সময় ই তাদের সাক্ষী হয়ে দাঁড়াবে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.