আমাদের কথা খুঁজে নিন

   

চত্বর প্রজন্মের

আমি মুক্ত, অবরুদ্ধ ,আমি কঠোর আবার কিছুই না .. আজ মেঘহীন আকাশের তেজ দেখেছি দেখেছি টগবগ তাজা প্রাণের বজ্রমুঠ হাজার হাজার প্রাণের একাত্তর হয়ে সাথে এক, বিলাপ আর প্রতিবাদে। কলঙ্ক ধোওয়ার চেষ্টা অবিরত এক একটি স্লোগানে, গানে । ওই কসাইয়ের আঙ্গুলের স্পর্ধায় কেঁপে ওঠে ভূমি । ঘুমিয়ে থাকা লাখো শহীদের ক্রন্দন তবু শুনি, প্রজন্মের দাবি এসে প্রজন্মে মেশে । ধ্বনিত হয় দাবি নবীনের জন্ম নেয় ইতিহাস চত্বর প্রজন্মের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।