আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা

চেনা চেনা লাগে যেন কেনো সব কিছু , যেমন তোমার কবিতা । তোমার আজ লেখা কবিতার পটখানি। তবু আমার আসন্ন অভিমানে এইসবের কোনোও জায়গা নাই, জানি। জানি তুমি নাই ,কেউ নাই,কিছু নাই, আছে (হৃদয়জুড়ে)মৃত্যুর সবখানি। মৃত্যুও সব নয় , আছে একাকী অমরত্বের এক অবিরাম প্রত্যাশা, তারি মাঝে বুঝি খুঁজি আশ্রয়। ভেসে যাবো অকারণ অভিমানে, সেই আসন্ন অভিযানে তুমি কেউ নও। যেমন যমুনা চেনেনি নিজেকে সবখানি, চেনেনাই তাঁর অচন্চল হৃদয়। তেমন আমিও বুঝি চিনি নাই নিজেকে খুঁজেছি শুধ মৃত্যুর হৃদয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।