আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা আকাশ আর অচেনা জীবন

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

কতবার বল উপরে তাকালে আকাশ চেনা যায়? সারাজীবন উপরে তাকালেও কি চেনা যায় আকাশ? বারবার আকাশ দেখে দেখে যদি বল আকাশের রং নীল, বাস্তবিক কি সে নীল রং আকাশের পরিচয়; ওটা কি চোখের সীমাবদ্ধতায় দৃষ্টি বিভ্রম নয়? তাহলে কি ভাববে একরাশ ভুল ধারনা জাগিয়ে আকাশ তোমাকে ঘিরে রয়। তারপরও অতি দূরের ঐ সম্পূর্ণ অজ্ঞাত আকাশ নীল রঙের আখ্যায় কাছে টেনে নেও তবে কেন অচেনা জীবনেরও একটা রং থাকতে পারে সে কথা বারবার ভুলে যাও? জীবনটাকে এস একটা রঙের পরিচয়ে টেনে নেই কাছে দেখবে কালো মেঘের আড়ালে নীল আকাশের জন্যে যে প্রতীক্ষা, তদ্রুপ প্রতীক্ষা জাগবে মনে। আঁধার আবরণ উৎড়িয়ে রঙিন আবহে ফিরে যাবে নতুন জীবনে । দেখবে তখন জাগবে সাধ বেঁচে থাকার, জাগবে সাধ রঙিন জীবন কে নানা রূপে কাব্যে প্রথিত করার। সারা জীবন তাকিয়ে থাক আকাশের মত জীবন পানে জাগবে মনে অনেক প্রশ্ন, সে সব প্রশ্ন নিয়ে যাবে দূর হতে অনেকদূর ...আত্মার পাশাপাশি তোমায়; তখন মনে হবে নিশ্চয় জীবন কি শেষ না হলেই নয়। 30/04/2001(রাত 1:15)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।