আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা পথ

মাতাল মুরগি শেয়ালকে চেনে না, অন্ধ প্রেমিকের কাছে বাস্তবতা তেমনি স্বপ্নের মত ধূসর...। । আমি ও অন্ধ ছিলাম, না হলে কি প্রেমিক হতে পারতাম ? তাই তোমার ছায়াপথে হেটেছি শুধু , রবি যেমন আকাশের একই পথে হাটে । তোমার সাথে বসন্তপথ হেটেছি বহুকাল। একদিন মনে হল আমরা শিখরচূডায়, আকাশের খুব কাছাকাছি।

তুমি বললে, এটা আকাশ, নীল আকাশ। আকাশে তখন একটা শঙ্কচিল ঘোরে ঘোরে কাকে যেন খুঁজছে। নীল আকাশ,শঙ্কচিল আর আমি, দাঁডিয়ে আছি। ফিরে দেখি তুমি নেই পাশে্‌। তখন থেকে আমি পাহাড়ে, পাহাড়ের মত দাঁডিয়ে আছি আকাশের নীলকে জডিয়ে।

আর তুমি আমার এই পথে বৃষ্টি ঝরিয়ে মেঘ হয়ে দূর আকাশে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।