আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা

কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা,,,,,, শুনতে কি পাও জীবনের লক্ষ মৃত নিঃশ্বাসের স্বর পৃথিবীর গহ্বরের ভিতর। প্রশ্নহীন নীল বেদনার নশ্বর অভিজ্ঞতা চোখ খোঁজে জ্যেৎাস্নার সাগর। ভিতরকার শ্মশানচারী সন্নাসীর শব্দহীন আলাপন চলে বহুক্ষণ, বিপুল প্রশ্ন বিপুল বিস্ময় আছে কি অবশিষ্ট কিছু আর। কেবল আহত সময় খোঁজে অন্ত্হীন জ্যোৎস্নার সাগর আলোহীন নির্জন অভ্যাসের ভিতর। স্বপ্নেরা পাখা মেলে জোনাকীর নীল কোলাহলে।

জীবনের প্রচন্ড মিথ্যাকে সত্য করে গড়ে আর অভিনয় করে। পুরাতন সত্তাকে নিঃশেষ করে ফেলে পুড়ে পুড়ে সভ্যতার শুদ্ধিগ্রহন ঘটে। বিপুল দহন চলে শেষ রাত্রির কালোতম প্রহর পর্যন্ত। মুছে যায় পৃথিবীর পথ,পুরাতন রথ পুরাতন ঈশ্বর পুরাতন অক্ষর- রক্তনদীর কোলে জ্বলজ্বলে চিত্রা জ্বলে' জন্ম নিয়েছে যে প্রবল গর্ভ হতে। বরফ নিস্তব্ধতার মাঝে আরেকবার নতুন করে চিনে নিতে চায়।

অজানা অরূপ সময় সাগরতীরের বিরামহীন ক্ষয়-ক্ষয়-ক্ষয় মানবের ইতিহাস বারে বারে হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।