আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা পথ

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

চেনা পথ তো অনেক দেখা হলো হঠাৎ যখন তাই ডাক এলো অচেনা পথে কৌতূহলী প্রাণ উতলা হলো সাথে সাথে। তবুও ভয় কাছাকাছিই ঘাপটি মেরে রয়; কেউ জানেনা এই জগতে সামনে না পেছনে ক্ষয়। এক ঘেয়েমির পরিত্রাণ, নতুন ভুলের অনুসন্ধান। নতুন করে ভাবার সাথে তিনিই হাসাবেন যিনি কাঁদান। চলেই যায় তো নদী এঁকেবেঁকে দূরে চেনা পথ ধরে অচেনা কোন দূর সাগরে। তবুও তো নদী আপন রূপে সদাই রূপবতী সীমানা ছেড়ে দেখা হবে পথে-চেনা অচেনা সব নিরোবধী। ৩১/০১/০৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।