আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতা

তেরোর ব্লগ মানেই হাবিজাবি !! -আচ্ছা একটু বিষন্নতা দেবে আমায় ?! -উহু... -কেনো? -তোমার নিজের নেই বুঝি?! -তা জানি না কিন্তু আমার যে তোমারটাই চাই। -আমি নিজের বিষন্নতা কাউকে দেই না। -যদি কিছু দিয়ে কিনে নেই। দেবে না তাও? -হুম দিতে পারি। তোমার চোখজোড়া দিয়ে দাও আমায়।

তোমার চোখে খুব আনন্দ। আমার হিংসে হয়। তোমার আনন্দ আমায় দিয়ে দেও। আমি তোমায় আমার বিষন্নতা দিয়ে দিবো। -কিন্তু এই চোখের পিছনে যে কথা আছে... -কি? -এই চোখ জোড়া যে আমার নয়।

কোনো একদিন তোমার মত আমিও আরেকজনের কাছ থেকে এই আনন্দমাখা চোখজোড়া নিয়ে আমার নিজের একান্ত বিষন্নতা দিয়ে দিয়েছিলাম। এখন আমি আনন্দ দেখি আরেকজনের চোখ দিয়ে, এ আনন্দকে নিজের মনে হয় না। কিছুই আর নিজের রইলো না। তাই ভাবছি অন্যের কাছ থেকে আনন্দ যখন নিলামই বিষন্নতাও নেই। দিবে?! -যাই হোক ! তাও আমার ঐ চোখ চাই।

আমার বিষন্নতার মেঘ তোমায় দিয়ে গেলাম। চোখ জোড়া নিয়ে গেলাম। অবশেষে বিষন্নতা এবং আনন্দের অদল বদল হলো। কয়েকদিন পর দেখা গেলো সেই চোখ জোড়ার নতুন মালিকও বিষন্নতা খুঁজে বেড়াচ্ছে। এভাবে শুধু চোখ জোড়া মালিক বদলায়।

বিষন্নতা ছড়িয়ে যায় চারিদিকে। আমার তোমার তাদের ...... সবার বিষন্নতা !!! *ছাতা-মাথা লেখা !!! ধুরু !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।