আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতা

কবিতার ছেলে।

বিষন্নতা, জানো কি এক পিকিউলিয়ার রোগ এই রোগেতে পরলে মানুষ রক্তে ভাসায় চোখ। বিষন্নতায় কান্না আসে দারুন অভিমানে বুকটা তখন ধরফরিয়ে জরায় প্রশ্নবানে। কারো আসে বিষন্নতা না পাওয়ার ক্ষোভ থেকে কেউবা অনেক বেশি পেয়ে বিষন্নতায় ভোগে। অলস সময় অনেক সময় বিষন্নতা আনে কেউবা আবার পায় এ রোগে মিথ্যে অভিমানে।

বিষন্নতা মাঝে মাঝে মনের গাড়ি চরে সুখজীবনের অন্তরালে ভাবায় মৃত্যুডরে। গানের কথায় অনেক সময় বিষন্নতা আসে কেউবা আবার বিষন্নতায় অট্টহাসি হাসে। প্রেমের মাঝে বিষন্নতা সহসা মনে জাগে বিষন্নতায় অনেক মানুষ হমহমিয়ে রাগে। মানুষ যখন দূর চলে যায় নিজ চেনা গাঁ ছেড়ে বিষন্নতার গড়ল সাগর উপছে উঠে তেরে। আমার মাঝেও বিষন্নতা হরহামেশায় আসে আমি তখন কোবতে লিখি তাকাই নীলাকাশে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।