আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্নতা

রামকানাই পন্ডিত

কার হু হু চিৎকারে যেন স্তব্ধ পৃথিবীর নিরবতা ভেঙ্গে যায় । শীতের সোনালি রোদ্দুর ফসলের মাঠে ছড়ায় তিক্ত বিষন্নতা । কে যেন ঘামতে থাকে আজানা আশাঙ্কায় । কোনো এক অচেনা পুরুষ থাবা দিয়ে নিয়ে যায় স্বপ্ন নারী । যত্নে বুনানো স্বপ্নের মায়াবী জাল- কে যেন ছিড়ে ফেলে অবহেলায় । উৎসবের আলো আসে না হেথায়- মন জুরে বিধে থাকে, ভাঙ্গা কাঁচের টুকরো। নীরা ছিলো আমার, হৃদয়ে চির বসন্তেরফুল, অমোঘ স্বপ্নচারিনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।