আমাদের কথা খুঁজে নিন

   

বগালেক (ছবি ব্লগ)

১। শঙ্খ নদী (বগা লেকে যেতে পার হওয়া লাগবে নদীটা) ২। এই বাঁশগুলো নদীতে করে ই ভাসায় ঢাকায় নিয়ে আসা হয় ৩। তামাক ক্ষেতে অচেনা পাখি ৪। সাপটা কি দেখা যাচ্ছে? ৫।

নদী পার হয়েই চান্দের গাড়ীতে উঠতে হবে বগা লেক দেখতে ৬। বগালেকে যাওয়ার রাস্তা। ৭। রাস্তায় মারাত্বক ধূলা। ৮।

এটাও চান্দের গাড়ীতে পার হতে হয়। ৯। আমরা যে রেস্টহাউস এ ছিলাম। ১০। এটার দোতলায় আমরা ছিলাম।

১১। এটাই সবচেয়ে ভাল থাকার জায়গা। ১২। এই বারান্দটার সামনেই বগালেক। ১৩।

বগালেকের ভবিষ্যত। ১৪। রেস্টহাউসের মালিকের বউ। ১৫। এটা ওদের উপাসানালয়।

১৬। বুঝতেই পারছেন। ১৭। পাহাড়ের বাঁকে বাঁকে। ১৮।

পাহাড়ের নীচে ছোট্ট গ্রাম। ১৯। বগালেক।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.