আমাদের কথা খুঁজে নিন

   

মেঘেরা আবার দানা বাধুক।।

চোখ দুটি ছল ছল কোন অভিমানে বল কেন ভালবাসার চরাচরে ওঠে ঝড় আছড়ে পড়ে ঢেউ ভাসায় দুকূল। । কেন আজ স্বপ্ন নীড়ে অবিশ্বাসের দোলাচল হৃদস্পন্দন থামেনিতো আজও তবে থেমে কেন তুমি আমি আমাদের সাজান ভুবন। । মেঘের যে ভেলায় চড়ে ভাসিতাম মোরা চন্দ্রালোকে সেথা আজ বৃষ্টির রাশিমালা জমানো সে স্বপ্নগুলো ভেঙ্গে ভেঙ্গে নদী তরঙ্গে করে খেলা।

। অবহেলাগুলো পাশ ফিরে কেন বার বার সাধ জাগে? আবার বাধিব নীড় ওই দূর নীলে ভাসি দুজনে তন্দ্রালু জ্যোতস্নায়। । হয়ত একদিন আবার উঠিবে রোদ্দুর হাসিবে ধরা, বহিবে বাতাস কুড়াইবে জলকণা নদী বুকচিড়ে হয়ত-ফের গাথিব মোর ভালোবাসার স্বপ্ন চিরকুট। সেদিন বুঝিবা আবার জমাট বাধিবে বারিধারা পুর্ন করিবে তোমা-আমার পুন মিলন মেলা।

। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।