আমাদের কথা খুঁজে নিন

   

মেঘেরা কামনা ছড়ায়

শাফিক আফতাব................. যখন মেঘেরা কামনা ছড়ায়, তুমি বর্ষার নদীর মতোন ফুলে ওঠো, ফুসেঁ ওঠো, প্রাকৃতিক লাঙল ভূমি কর্ষনে উদ্যত হয়, মৃত্তিকার শরীর হা হয়ে থাকে আকাশের দিকে _ আর তুমি অনুকূল হও, চাষযোগ্য ভূমি হও, লাঙলের ফলা ঢুকে পড়ে মৃত্তিকার ফাঁকে। আকাশ বর্ষণে তোমাকে কর্ষণে আনন্দের ভারে প্রকৃতির ভীড়ে নামে সুধাময় সুরা নির্জন এক দ্বীপে চলে যাই আমরা দুজন : ঝরঝর বয়ে যায় ঝর্নার জলধারা _ কেউ নেই, শুধু তুমি আমি, আর আছে শিশিরের টুপটাপ, আর পাখীদের কূজন। খোলস খুলে যখন আকাশের মতোন হও মেঘহীন কী এক নির্মলতা চোখে মুখে চুলে নিয়ে আসে আবেশের তাপ _ ধবধবে সাদা বস্তবসনে, তবু যেন কত রঙিন ! বর্ণ নেই, ভাষা নেই, কথা নেই ; তবু যেন ঝুরঝুর মধুর সংলাপ। যখন মেঘেরা কামনা ছড়ায়, তুমি বর্ষার নদীর মতোন ফুলে ওঠো, ফুসেঁ ওঠো......... ১৬.০৭.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।