আমাদের কথা খুঁজে নিন

   

যে বৈষম্যের জন্য পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হল,স্বাধীন দেশে আবার কেন সেই বৈষম্য ??????

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি,জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালবাসি পাকিস্তানের বিরুদ্ধে বাঙ্গালীর সোচ্চার হওয়ার ক্ষেত্রে যে কারনগুলো ছিল,চাকুরীতে পশ্চিম পাকিস্তানীদের গণ-নিয়োগ ও পূর্ব পাকিস্তানীদের বঞ্চিত করা,তন্মধ্যে অন্যতম ছিল। বিশেষ করে পুলিশ ও আর্মির মত চাকরিতে এমন একটা উচ্চতা চাওয়া হত যাতে করে পূর্ব পাকিস্তানের কেউ টিকতে না পারে। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল,বৈষম্যহীন,স্বাধীন ও স্বার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। মুক্তিযুদ্ধ হল,শহীদের রক্তে রঞ্জিত হল সারা বাংলার মাটি। দেশ স্বাধীন হল,জন্ম নিল স্বাধীন দেশ বাংলাদেশ।

আমার প্রশ্ন হল সেই স্বাধীন দেশে প্রতি পদে পদে এত বৈষম্য কেন???? সরকারী চাকুরীতে ৫৫% কোটা বিদ্যমান। আমার মনে হয় না পৃথীবির আর কোন স্বাধীন দেশে ৫৫% কোটা আছে। ৩১তম বিসিএস এ আবেদন পড়েছিল ১৬৪০০০+ । পি.এস.সির এক কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, কোটাধারীর সংখ্যা ছিল প্রায় ২৯০০০ জন। তাহলে হিসেব দাড়াচ্ছে মাত্র ২৯০০০ আবেদনকারীর জন্য ৫৫% পদ,আর বাকি ১৩৪০০০আবেদনকারীর জন্য ৪৫%পদ।

এটা কি শোষণ নয়?এটা কি বৈষম্য নয়??স্বাধীন দেশে এ কেন এই বৈষম্য??? মুক্তিযুদ্ধ যিনি করেছেন তাকে রাষ্ট্রীয় সম্মান,ভাতা,সেবা ইত্যাদি দেয়া হোক। প্রকৃতপক্ষে কোন বিনিময়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণ শোধ করা সম্ভব নয়। তাদের জন্য এমন এক বিশেষ আই.ডি কার্ডের ব্যবস্হা করা যেতে পারে,যার মাধ্যমে মুক্তিযোদ্ধারা লাইনে না দাড়িয়ে সেবা পেতে পারে যেমন: রেল,লঞ্চ,গাড়িতে সংরক্ষিত সীট অর্থাৎ যে কোন সরকারী সেবাতে তাদের অগ্রাধিকার থাকবে ইত্যাদি ইত্যাদি। সম্মান বা সুযোগ-সুবিধা যা দেবার মুক্তিযোদ্ধাদের যত খুশি দেয়া হোক,তাদের সন্তানদের নয়। আমি যদি বলি,"মুক্তিযোদ্ধরে সন্তান যেমন স্বাধীন দেশের নাগরিক,তেমনি আমিও স্বাধীন দেশের নাগরিক।

তাহলে দুজনের প্রতি দুরকম আচরণ কেন?তাহলে অমুক্তিযোদ্ধার ঘরে জন্ম নেয়াটাই কি আমার অন্যায়??এটা একই মায়ের কোলে থাকা এক শিশুর প্রাপ্য বুকের দুধ কেড়ে নিয়ে,অন্যজনকে দেয়া নয় কি ???" এবার আসুন নারী কোটার ব্যাপারে। নারীরা যাতে পড়ালেখায় ছেলেদের সমানতালে এগোতে পারে সে জন্য ডিগ্রী পর্যন্ত অবৈতনিক শিক্ষা,ষষ্ঠ শ্রেণী হতে উপবৃত্তির ব্যবস্হা করা হয়েছে। অথচ আপনাকে আমি এমন শত ছেলের উদাহরণ দিতে পারব যারা,ক্লাস ওয়ান টু টেন প্লেসধারী স্টুডেন্ট হয়েও টাকার অভাবে শেষ পর্যন্ত লেখাপড়া ছেড়ে দিতে হয়েছে। কৈ, সরকার তাদের বৃত্তি দেয়া দূরে থাক,বেতনটা পর্যন্ত মাফ করে নি। আমার কথা হচ্ছে,মেয়েদের সুযোগ-সুবিধা দিয়ে,নিরাপত্তা দিয়ে তাদের পড়ালেখার পথ সুগম করা হোক,তাদেরকে চাকরির প্রতিযোগিতায় টিকে থাকার মত যোগ্য করে গড়ে তোলা হোক।

কিন্তু লক্ষ লক্ষ বেকারের সামনে থেকে এভাবে চাকরি নামক সোনার হরিণ ছিনিয়ে নিয়ে তাদের অযোগ্য মা-মণিদের হাতে তুলে দেয়াটা কি শোষণ নয়?এটা কি বৈষম্য নয়??স্বাধীন দেশে এ কেন এই বৈষম্য????আমি জানি নারীবাদীরা চেচিঁয়ে উঠবেন। এদেশের প্রেক্ষাপটও একটু চিন্তা করতে হবে,এদেশের বৃদ্ধ বাবা-মা কিন্তু এখনও ছেলের আয়ের দিকেই তাকেয়ে থাকে,তার মেয়ের দিকে নয়। আর বেকারদের সাথে সর্বশেষ প্রহসন হচ্ছে "সংরক্ষিত আসনে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে তা ফাঁকা রাখা হবে"। গত ২৯তম বি.সি.এস. এ উক্ত নির্দেশের দ্বারা ৬২৮টি পদ ফাঁকা রাখা হয়েছে। এটা কি ২কোটি ৪৪লক্ষ অনাহারে থাকা মানুষের (বেকার) মুখের সামনে থেকে ৬২৮টি রুটি ভাগাড়ে ফেলে দেয়া নয়???মড়ার উপর খঁড়ার ঘাঁয়ের মত আরও রয়েছে দূর্ণীতি কোটা,দলীয় কোটা,মন্ত্রীদের আত্মীয় কোটা ইত্যাদি।

বাঙ্গালী প্রতিবাদী জাতি,যাদের গায়ে এখনও প্রবাহিত হচ্ছে এ.কে ফজলুল হক,মাওলানা ভাসানী,শহীদ সোহরাওয়ার্দীর,বঙ্গবন্ধুর মত বাঘা বাঘা নেতাদের রক্ত। আসুন এই রকম অযৌক্তিক,বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শরীক হই। ভাই,আপনাদের কাছে কড়জোর অনুরোধ থাকবে,নিচের প্রশ্নগুলোর উত্তর যদি কারো জানা থাকে তবে আমাকে জানাবেন। ক.সরকারী চাকুরীতে কোটা প্রথা সর্বপ্রথম কবে ও কত তারিখে চালু হয়? খ.এরপর কোন সরকার কখন কি পরিবর্তন আনে? ফেসবুকে "সরকারী চাকুরীতে কোটা কমাও,জীবন বাঁচাও,দেশ বাঁচাও" নামে একটা গ্রুপ খুলেছি তাতে দেয়া লাগবে। গ্রুপটি যোগ দিয়ে কোটা কমানোর আন্দেলনকে বেগবান করুন।

কোটার ব্যাপারে আপনাদের যেকোন তথ্য,নির্দেশনা,পরামর্শ দিলে চিরকৃতঞ্জ থাকব। ভালো থাকবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.