আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় গানের ঝুলি- ২

... খোলা জানালা দখিনের বাতাসে ঢেকে যায় পর্দার আড়ালে তখন তুমি হেসে হেসে বলে দাও আছি তোমার পাশে, বহুদূর পথ ভীষন আঁকাবাকা চলতে ভীষন ভয় তুমি এসে বলে দাও আছি আমি পাশে তোমার কিছু নেই ভয় কখনও ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনও বুঝিনি ফিরে আসবেনা আমার পৃথিবী রাঙ্গিয়ে-- তাহসিন তোমায় দিলাম-- নির্ঝর [link|http://doridro.net/download/Requested Songz/Requested Songz [2007]/Swapno Jorano.mp3.html|স্বপ্ন জড়ানো রাতের হাওয়ায় নির্জনে ভাবছি তোমায় জানিনা এখন তুমিও কি ভাবছ বসে আমায়-- নকিব খান] তুমি কি আজ বন্ধু, যাবে আমার সাথে-- রেনেসাঁ(নকিব খান) যেখানে শুরুর কথা বলার আগেই শেষ, সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস-- অনুপম রয় আমরা দু'জন দুরকম, তবু কোথা যেন মিল অন্যরকম-- মাহদি ভেসে যায় আদরের নৌকো, তোমাদের ঘুম ভাঙ্গে কলকাতায়-- চন্দ্রবিন্দু মোর প্রথমও মনেরও মুকুল-- ফিরোজা বেগম(নজরুল সংগীত) প্রেম তুমি কি বল তো, কখনও আমার কখনও আবার অপরিচিত কেউ-- আইয়ুব বাচ্চু বুক পাজরে দিয়েছি ঠাঁয়, তোমারে ছাড়া গতি যে নাই-- ফাহমিদা নবী একা একা এই বেশ থাকা, আর নেই কোথাও সব মেঘে ঢাকা-- শ্রীকান্ত আচার্য ও আকাশ প্রদীপ জ্বেলোনা, ও বাতাস আঁখি মেলো না, আমার প্রিয়া লজ্জ্বা পেতে পারে, কাছে এসেও ফিরে যেতে পারে-- হেমন্ত মুখপাধ্যায় কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ-- ইন্দ্রানী সেন যার মনে লাইগাছে যারে-- নাজিয়া যদি তুমি না এ' গান কোনও দিন শোনো, কেউ শোনে বা না শোনে, কি আসে যায়, যদি তুমি না মোর পথ চেয়ে দিন গুণ, আমি আঁধারে হারালে কি আসে যায়-- সতীনাথ মুখোপাধ্যায় জলকণা উড়ে যায় পথ ভুলে দূরে যায়, জলচ্ছবি পাবে পাখায়-- পলবাসা সাদা শূণ্য রাত, বিন্দু বিন্দু তারা তোর চোখে আলো, আমি রাস্তা হারা-- শিল্পীঃ লুৎফর হাসান, কথাঃ ব্লগার সোমাশ্বের ওলি ও আমার দরদী আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না-- শিল্পীঃ নির্মলেন্দু চৌধুরী, কথাঃ কবি জসিম উদ্‌দীন পাহাড় মাটি স্তুপ, জলের কাছে চুপ, সে জল দিলে টান, ছেলে বেলার গান-- রুপঙ্কর নিশি রাত বাকা চাঁদ আকাশে, চুপি চুপি বাঁশি বাজে আকাশে-- গীতা দত্ত মন ভাল নেই বল না কিছুতেই, তবু বুঝে নেবে কে আছে-- তপু কখনও বুঝিনি আমার নুপুরধ্বণি তোমার কানে বাঁশি বাজায়-- রিন্তি ...এতটা ভালবাসি-- রিকল তুমি কি আমায় আগের মত বাস ভাল?-- খালিদ তুই ফেলে এসেছিস কারে মন মনরে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে মন মনরে আমার-- হেমন্ত মুখপাধ্যায়(রবীন্দ্র সংগীত) তুমি আমার জীবনের গহিনে আস পার যদি একবার আমায় ভালবাস, জানি পারবেনা-- রেজওয়ানা চৌধুরী বন্যা এ যেন বৃষ্টির লেখা কবিতা বোনা নকশী কাঁথা যেখানে প্রতি ভাঁজে রয়েছে বোনা সপ্নীল আশা-- রেনেসাঁ ভাল আছি ভাল থেক আকাশের ঠিকানায় চিঠি লেখ-- এন্ড্রু কিশোর(কথাঃ কবি রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ্‌)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.