আমাদের কথা খুঁজে নিন

   

'হরতাল '-এর দিনে অন-লাইনে কিছু মিডিয়ার নিউজ হেড লাইন ------------

আমি লেখক নই পাঠক ----- বৃহসস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১১ হরতাল চলাকালিন : 'হরতাল ডেকে বিএনপি নেতারা ঘুমাচ্ছেন': মায়া------এ বিষয়ে মায়া বলেন, "বিএনপি নেতারা হরতাল ডেকে ঘুমাচ্ছেন। তাদের ঘুম ভাঙেনি। আর কারো ঘুম ভাঙলেও তারা টেলিভিশন দেখছেন। " বিডিনিউজ২৪ হরতাল পরবর্তি : 'যুদ্ধাপরাধের বিচার ভণ্ডুলে এই হরতাল' ------আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিরোধী দলের এই হরতাল পালনের উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচারে বাধা সৃষ্টি করা। বিডিনিউজ২৪-- সমকাল :- '' হরতাল করে যুদ্ধাপরাধীদের মুক্তি মিলবেনা: আশরাফ '' ব্যক্তিগত মতামত : জনাব সৈয়দ আশরাফুল ইসলাম এর সাথে ১০০% একমত।

'' হরতাল করে যুদ্ধাপরাধীদের মুক্তি মিলবেনা। একই কথা বার বার, তাতপর্যহীন। জনাব মায়া চৌধূরীর কথা মতে বিরোধী দল শুধু শুধু হরতাল ডেকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর ফাঁকা রাস্তায় তাদের চাপাবাজী ও মিছিল করে ঘাম ঝড়াতে হচ্ছে। তাদের কথায় মনে হয়, রাজপথে যে বিরোধী দলের দাঁড়ানোর মতো সাহস বা শক্তিই নাই, তারা আবার হরতাল ডাকে ! মায়া চৌধূরী সঠিক কথাই বলেছেন মনে হয়। এতে বিরোধী দল এর কি লাভ হয়েছে জানিনা।

তবে পুলিশ ও আইন - শৃংক্ষলা রক্ষাকারি বাহিনী এবং সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিদের উপর দি্যে অনেক ধকল গেছে বলে মনে হয়। শুধু শুধু--- নীচে কিছু মিডিয়ার হরতাল চলাকালিন নিউজ হেডলাইন গুলো দেখলে তই-তো মনে হয়! না কি অন্য কিছু ? তাহলে আসুন দেখি :-- মানব জমিন br /> ১। রাজপথে মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগ। ২। রাজপথ দখলে পুলিশ; অবরুদ্ধ হরতালকারীরা।

৩। হরতালে সারাদেশে পুলিশি বাধা, গ্রেপ্তার ব্যপক ধরপাকড়ের মধ্যে চলছে সারাদেশে বিরোধী দলের ডাকা হরতাল। ৪। পুলিশি বাধার মুখে বিএনপির এমপিরা। প্রথম আলো :- ১।

শান্তিপূর্ণ হরতাল চলছে ২। বরিশাল ও ময়মনসিংহে বিএনপি-ছাত্রদলের ১৬ জন আটক। ৩। নোয়াখালীতে হরতালে পাঁচজনের কারাদণ্ড। যুগান্তর br /> ১।

বিএনপি ও জামায়াতের চারশতাধিক নেতাকর্মী গ্রেফতার। কালের কন্ঠ br /> ১। পুলিশের রণসাজ সক্রিয় ভ্রাম্যমাণ আদালত। ২। চার দলের হরতাল গোলযোগ ছাড়াই হরতাল পালিত, বিএনপির নেতাকর্মীরা অবরুদ্ধ ছিল।

ইত্তেফাক br /> ১। এমপিদের মিছিলে পুলিশের বাধা। বাংলা নিউজ ২৪ ১। নেতাকর্মীসহ বিএনপির কার্যালয় অবরুদ্ধ। ২।

চট্টগ্রামে দলীয় কার্যালয়েই হরতাল কর্মসূচি সীমাবদ্ধ, আটক ১০। ৩। চট্টগ্রামে পালিত হচ্ছে শান্তিপূর্ণ হরতাল। ৪। রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতে ৫ জনকে সাজা।

৫। ঢাবিতে ছাত্রলীগের হরতালবিরোধী মিছিল-সমাবেশ। আর টি এন br /> ১। মাঠে নামতেই পারছে না হরতালকারীরা। দলীয় কার্যালয়গুলো কার্যত অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।

উপসংহার : আপনারা কি বলেন !!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.