আমাদের কথা খুঁজে নিন

   

বাড়লো জ্বালানি তেলের দাম, বন্ধ পাম্প

আজ আমার মন ভাল নেই। সময় আর অসময়ের আধো আলো সকল প্রকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। লিটার প্রতি ৫ থেকে ৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৮ সেপ্টেম্বর রোববার দিনগত রাত ১২টা থেকে এ নতুন দাম কার্যকর হবে বলে জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যোগ-সাযোসে পাম্পগুলো বন্ধ করে দেয়ায় ভোক্তাদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৫ টাকা করে বাড়ানো হয়েছে আর ফার্নেস অয়ের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি ৮ টাকা। রোববার পর্যন্ত কেরোসিন ও ডিজেলের দাম লিটার প্রতি ছিল ৪৬ টাকা, পেট্রোল ৭৪ টাকা, অকটেন ৭৯ ও ফার্নেস অয়েল ৪২ টাকা। নতুন দাম অনুযায়ী গ্রাহককে ডিজেল ও কেরোসিন ৫১ টাকায়, পেট্রোল ৮১ টাকা, অকটেন ৮৪ টাকা ও ফার্নেস অয়েল ৫০ টাকায় কিনতে হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার কারনে সমন্বয়ের জন্য এ নতুন দাম নির্ধারন করা হয়েছে। এর আগে সর্বশেষ চলতি বছরের ৬ মে থেকে জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানো হয়েছিল।

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আগে-ভাগে ব্যবসায়ীদের কাছে চলে আসায় রাজধানীসহ সারা দেশের খুচরা ও পাইকারি তেল বিক্রেতারা সন্ধ্যার পর থেকে প্রতিষ্ঠান বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে মোটর সাইকেলের জন্য পেট্রোল কিনতে কয়েকটি পাম্পে গিয়ে না পেয়ে ক্ষুব্ধ ক্রেতা নেয়ামত উল্লাহ বলেন, সরকার মূলত ব্যবসায়ীদের স্বার্থ নিয়েই ব্যস্ত। সাধারন ভোক্তাদের সুবিধা-অসুবিধা বিবেচনা করার প্রয়োজন মনে করেনা। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সন্ধ্যার পরই রাজধানীর ফার্মগেট. বিজয় নগর, মহাখালী, বাড্ডা, পল্টন এলাকার পাম্পগুলো বন্ধ করে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এম্ব্যুলেন্স চালক হাসমত বিজয় নগর পেট্রোল পাম্পে জানান, জরুরি প্রয়োজনে চারটি পাম্প ঘুরেও ডিজেল পাইনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.