আমাদের কথা খুঁজে নিন

   

শখের দাম লাখ টাকা। কিন্তু আমার শখের দাম ২০০০০ টাকা । একটা মোবাইল কিনতাম । হেল্পান

একটা শখ কইরা মোবাইল কিনতাম চাই। বাজেট ১৫-১৯ হাজার। এর উপরে এক টাকাও যাইতে পারমুনা, কমলে ভাল। দুইটা সেট পছন্দ হইছে। এইচ টি সি ওয়াইল্ড ফায়ার ১৮ হাজার টাকায় আর সনি এরিকসন ভিভাজ ১৭ হাজার ৯০০ টাকা।

ভিভাজের ক্যামেরা ৮ মেগাপিক্সেল, অটোফোকাস, ফেস/স্মাইল ডিটেকসান সাথে এইচডি ভিডিও। কিন্তু অপারেটিং সিস্টেম সিম্বিয়ান এস ৬০ এডিশান ৫। আর অন্যদিকে ওয়াইল্ড ফায়ারের ক্যামেরা ৫ মে পি অটোফোকাস। গুগল এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এছারা আর সব প্রায় সমান মনে হইছে।

জিএসএম এরেনায় পার্থক্যটা এইখানে Click This Link আমার ব্যক্তিগত চয়েস ক্যামেরার দিকে। কিন্তু এন্ড্রয়েড ওএস এর নাম ডাকও বেশ শুনি। তাই বুঝতেছিনা কি করমু। সিম্বিয়ান আর এন্ড্রয়েড ওএস ব্যাবহারে কোন মোবাইলের আকাশ পাতাল পার্থক্য হয় কিনা একটু জানায়েন। আর সাথে এইগুলাতে গান শোনার কোয়ালিটি কেমন তাও একটু বইলেন।

গানের কোয়ালিটির দিকেও আমার কিঞ্চিত নজন। এই ব্যাপারে কারো কোন অভিজ্ঞতা থাকলে প্লিজ হেল্পান। আর এই দামে অন্য কোন মোবাইলের কথা জানা থাকলে একটু জোরে আওয়াজ দিয়েন। পিলিজ। একটি প্রশ্নঃ একটা কথা জানতে চাচ্ছি আমি যদি ক্যামেরাকে প্রাধান্য দিয়ে ভিভাজ কিনি তাহলে ওয়াইল্ডফায়ারের এন্ড্রয়েডকে আমি কতটা মিস করব।

আমি আগে এন্ড্রয়েড সেট ব্যাবহার করি নি। তাই কোন অভিজ্ঞতা নাই। আসলেই কি এমন সব এপলিকেশান এন্ড্রয়েড এর আছে যার জন্য আমি ৮ মেপি ক্যামেরাকে ইজিলি ইগ্নোর করতে পারবো? ভিভাজ কিনে পরে এন্ড্রয়েড এর এপ্লিকেশান দেখে পস্তাবো নাতো? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।