আমাদের কথা খুঁজে নিন

   

শখের 'লিটমাস লাভ'

পহেলা বৈশাখের জন্য 'লিটমাস লাভ' শিরোনামের একটি একক নাটকে অভিনয় করেছেন শখ। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্য নিয়ে নাটকটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। শখ বলেন, দারুণ গল্প। গল্পের টানেই বহু বছর পর সাইকেলের প্যাডেল চাপলাম। খুব মজা করে শুটিং করলাম।

আশা করছি আমার ও নিশোর প্রেম-বিরহ কাহিনী দর্শকরা উপভোগ করবেন। এতে শখ ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, কাজী উজ্জ্বল, শিরিন বকুল, রাখি প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, নিশো হঠাৎ একদিন শখকে দেখে রেস্টুরেন্টে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ওদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু দুজনের ভুল বোঝাবুঝির কারণে ওদের সম্পর্ক ভেঙে যায়।

শখ চলে যান বিদেশে। তারপর আর কোনো যোগাযোগ হয়নি। পাঁচ বছর পর রেস্টুরেন্টে শখকে দেখার পর অল্পের জন্যও ওর সঙ্গে কথা বলতে পারেনি নিশো। শখকে সারা শহর খুঁজে বেড়ায় সে। কিন্তু পায় না।

অবশেষে একদিন দেখা পেয়ে যায়। কথাও হয়। ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করে। তবে ভাঙন আসতে সময় লাগে না। নিশো জানতে পারে বিদেশে থাকার সময় শখের বিয়ে হয়েছিল।

স্বামীর সঙ্গে রাগারাগি করে দেশে চলে এসেছিল সে। আবার শুরু হয় নিশোর স্বপ্ন ভাঙনের অধ্যায়। এটি প্রযোজনা করেছে ফারদিন ফারহান এন্টারটেইনমেন্ট। বাংলা নববর্ষে যে কোনো চ্যানেলে প্রচার হবে নাটকটি।

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।