আমাদের কথা খুঁজে নিন

   

শখের দাম লাখ টাকা!

ভালো আছি ভালো থেকো ...........

হঠাৎ শখ হল পাখি পুষবো। এ বিষয়ে তেমন কিছু জানা নেই। পাখির মূল্য সম্পর্কিত িকছুটা ধারনা আমার ছিল। কাটাবনে একবার দেখেছিলাম । সেটা তিন চার বছর আগের কথা।

তাই ঢুকলাম সেল বাজারে। দেখি কি তথ্য পাওয়া যায়। লাভবার্ড,বাডজারিগার,তোতা,ময়না,টিয়া,কবুতর,ঘুগু ,হাঁস আরও নানা পাখি। পাখির নাম দেখার আগেই চোখ যায় ডান দিকে। যেখানে দাম লেখা।

মধ্যবিত্তের শখ। কাজেই বেশি টাকাও খরচ করা যাবে না এর পিছে। দাম মোটামুটি৫০০থেকে৫০০০টাকার মধ্যে। আমি মনে মনে দেড় হাজার টাকা বাজেট করেছি। বাডজারিগার দিকে ঝোকটা একটু বেশি।

সাইজে ছোট,রঙ বর্ণিল বলে দেখতে সুন্দর। জোড়া ৭০০থেকে দুই হাজারের মধ্যে মোটামুটি। এ সময় নজরে পড়ল একটা কাকাতুয়ার দাম। অংকে আমি বরাবরই কঁাচা। ডান দিক থেকে শুন্য গণনা শুরু করলাম ।

একক.....দশক....শতক.......। একি !শুন্য দুটো বেশি গুনিনিতো। আবার গুনলাম। তারপর আবার। কই ,ঠিকই তো আছে।

এরপর ভালো করে দেখলাম তিনটি শুন্যের পর কি কমা নাকি দশমিক। না,দশমিকই তো। পাখিটির দাম কত জানেন?পাঁচ লক্ষ টাকা। পাখিটির বিশেষত্ব হল সে কথা বলতে পারে,দেখতেও চমৎকার। বর্তমানে এলিফ্যান্ট রোডের একটি বাসায় আছে এটি।

দাম শুনো খুব অবাক হই নি। যার টাকা আছে সে তো কিনবেই। হয়তো এ দামেই কেউ কিনে নেবে এটি...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।