আমাদের কথা খুঁজে নিন

   

আমার দাদু

আমারো পরান যা হা চায়....... আমার দাদু মারা গেছে অনেকদিন। সম্ভবত ৮৯ এ হবে। আমি তখন অনেক ছোট। দাদু অনেক হাতের কাজ জানত। দাদু বেচে থাকলে মনে হয় আমি অনেক কিছু শিখতে পারতাম।

তার করা নকশী কাথা এখোনো বাসায় আছে। ডিজাইন গুলো অসাধারন। কত জিনিস যে দাদু বানাত। আমার খুব ইছ্ছে করে দাদুর যেসব জিনিস এখোনো আমাদের কাছে আছে সেগুলো নিয়ে একটা পোস্ট দিই। কিনতু সব জিনিসের ছবি আর তোলা হয়না।

এবার হটাৎ দাদুর বানানো ব্রেসলেৎা আমার সামনে পরায় অনেক গুলো ছবি তুলে নিলাম। ব্রেসলেট টা দেখতে তেমন ভালো না। কিনতু এর ডাইমেনশন গুলো দারুন। কত রকম যে করা যায় এটাকে। দাদু বেচে থাকলে জানতে চাইতাম কিভাবে বানি্যেছিলে দাদু? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।