আমাদের কথা খুঁজে নিন

   

দাদু ও খোকা

দাদুকে খোকা'''' তখন আমার হয়নি জন্ম জন্মেছিলে তোমরা , যুদ্ধে আমার হয়নি যাওয়া যুদ্ধে গিয়েছিলে তোমরা।। ৫২'নিয়ে নেই বিতর্ক নেই কাঁদা ছোড়াছোড়ি, ৭১'নিয়ে কেন তাহলে? অসম গল্প শুনি! নাই থাকে যদি ভেদাভেদ কোন নাই যদি কোন পক্ষ, ৪২ বছর পরে কেন তাহলে? শুনি দুই পক্ষের গল্প ! জিজ্ঞেস করে দাদুকে খোকা, তুমি ছিলে কোন পক্ষের? ধমকিয়ে দাদু খোকাকে বলে মুক্তিযুদ্ধ ছিল সকল পক্ষের।। যুদ্ধ করেছি হাতে হাত রেখে মাতৃভূমির জন্য, মুক্তিযুদ্ধের চেতনা তাই বিভেদের নয় কখনো ।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।