আমাদের কথা খুঁজে নিন

   

দাদু ভাইয়ের গপ্পো

-

দাদু ভাই... দাদু ভাই সুর তুলে ছুটে আসে সাত বছর বয়েসী দাদু ভাইয়ের চোখের মনি। আহলাদী কন্ঠে সবুজ শুধায় - আজ কোন গল্প বলবে দাদু ভাই? ডায়েরী লেখা থামিয়ে চোখ তুলে তাকান বৃদ্ধ। একটু মুচকি হেসে উত্তর দেন- কেন দাদা ভাই; ঐ যে সেবার যুদ্ধ হলো...সেই টা বলি? এদিক-ওদিক মাথা নাড়ে সবুজ। সেতো বলেছো দাদু ভাই। হুম্‌ম, তাহলে দেশ স্বাধীন হলো।

স্বপ্ন পূরনের দিন এলো... ঐটা ? উফ্‌ফ দাদু ভাই- সেইটাও তো বলেছো। তবে শুনো দাদু ভাই...এক সোনার দেশে কিভাবে হাত ঘুরে ঘুরে সেই সোনালী স্বপ্ন গুলো মরে গেল ! সবুজ এই বার আর কোন উত্তর দেয়না। সোনালী স্বপ্নগুলো মরে যাওয়ার গল্প সে দাদুর মুখে আগে শোনেনি। দাদু বলে যান ক্লান্ত স্বরে; একটুতেই হাঁপিয়ে উঠেন আজকাল। তাই থেমে থেমে বলে যান গুটি কয়েক বেহায়া’র হাতবদলের দৃশ্যপট।

কিছু কথা চাপা ক্রোধেই নেতিয়ে পরে; আর সব কথা সবুজ বুঝতেও পারে না। বৃদ্ধের চোখ বেয়ে ব্যর্থতা অশ্রু হয়ে ঝরে পড়ে। এই দেখে সবুজ হঠাৎ মুষড়ে পরে। আহত কন্ঠে প্রিয় দাদু ভাইকে মিনতি করে- আমি আর তোমায় গল্প বলতে বলবো না। এই শুনে বৃদ্ধ চোখ মুছেন।

ঝাপসা হয়ে আসা দৃষ্টিতে তিনি ছোট্ট সবুজের চোখে খুঁজেন- আগামীর সূর্যোদয়ে ঝলসে ওঠার স্পৃহা। অপর কোন বৃদ্ধের নতুন কোন গপ্পো...! ছবি সুত্রঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।