আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণের ডাক

জীবন জীবনের জন্য... তেপান্তরের ঐ মাথায় ঐ দেখা যায় - কে সে? দেখতে বীরের মত বুক ফুলিয়ে এগিয়ে যেতে মত্ত ওই কি সে? যাকে প্রয়োজন - জাতির এই দুর্দিনে ঝড়-ঝঞ্জা কবলিত অবস্থা থেকে আবার বেঁচে উঠার আশা জাগাবে যে তার সিংহ-হৃদয় আর আকাশছোঁয়া সাহস দিয়ে এগিয়ে যাও তুমি, সাহসী ফিরে তাকিয়ো না পিছনে। আমাদের আর হারাবার কিছুই নেই তবুও আমরা ভীরু আমরা পারিনা তাও নিজেকে তুলে ধরতে। তোমার চিন্তাচেতনা হোক যত শ্লথ অবস্থাসচল হতে লাগুক যত ধৈর্য তোমার চঞ্চলতাই তোমাকে নিয়ে যাবে চির আকাঙ্খিত লক্ষ্যের পানে আমাদের হাত-পা সবই আছে দিব্যি কেটে যায় দিন এক নিমিষে তারপরও আমরা হাল ছেড়ে দিই এত সহজে-- জানিনা কেন কিন্তু বিশ্বাস করি তোমার সেই শ্লথমস্তিষ্কই বিস্ময়াবনত করে আমাদের হিসেবী মনকে ভাবতে তোমায় চির অধ্যবসায়ী-- কখনও হাল ছেড়ে দেবার পাত্র নয় যে এগিয়ে চলে শুধুই লক্ষ্যের পথে অবিরাম-অনবরত। তুমিই পারবে অজেয়কে জয় করতে কিছুই হারাবার নেই যে আমাদের তবুও এই বিশ্বাসটুকু রাখতে দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।