আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণের পরশ

mrchy_84@yahoo.com

রৌদ্রজ্জ্বল কোন দূপুর আমাকে দিচ্ছিল না হাতছানি নাহি কোন পড়ন্ত বিকেলের মৃদু বাতাসের আহবান কুয়াশাচ্ছন্ন কোন শীতের হাড় কাঁপানো অনুভূতি নয় বসন্তের ফুলেল আমেজ ছড়ানো কোন সৌরভের আবির্ভাব নয় সব ভাললাগায় কি এক না পাওয়ার অনুভূতি বুঝতে পারছিলাম না, সে না পাওয়াটায় ছিলে তুমি মন, সে যেন হয়ে পড়েছিল হতাশায় ভারাক্রান্ত সোজা পথেও যেন দূর্বার যাত্রার প্রস্তুতির প্রয়োজন হয়ে পড়েছিল তপ্ত মরুর বুঁকে ধূঁ ধূঁ বালুর চিকচিক করা অন্ধকার রাত্রিতে জোনাকি পোকার ক্ষীণ অলোর সন্ঞ্চার বাতাসে দোলানো সবুজ ধান ক্ষেতের অপূর্ব নৃত্য সবি যেন মনে হচ্ছিল অযাচিত এক বাস্তবতার দর্শন এই কি চেয়েছি এতকাল সবুজ ঘাসগুলোর দিনান্তরে হলুদের আকৃতি ধারণ নির্বিঘ্নে পাড় ভেঙ্গে ণদী গর্ভে বিলীন কল্পনার প্রতিফলন দেখার আকাঙ্খায় এক করুণ আর্তণাদ ঋতুর পালা বদলের নতুন বার্তা যেন ভূলেই গিয়েছিলাম ভূলেই গিয়েছিলাম প্রাণবন্ত কোন হাসির উন্মেষ ঘটাতে অস্পষ্ট হতে চলেছিল রংধনুর রঙে রাঙানো স্বপ্নগুলো নীল আকাশের বুকে যেন এক খন্ড মেঘের আগমন পাতাবিহীন নগ্ন গাছের মতই যেন হয়ে পড়েছিল জীবন চলাফেরার মাঝে যেন এসে পড়েছিল বিমর্ষতা দূরন্তপনা যেন হয়ে পড়েছিল পুকুরের পানির ন্যায় স্থির কালো চুলেও যেন দেখা দিচ্ছিল অসংখ্য সাদার আবির্ভাব তুমি এলে, যেন পাহাড়ের বুক চিরে বেরিয়ে এলো প্রাণের উচ্ছ্বাস ধরণীর বুকে ঝরে পড়ল নীল আকাশে জমে থাকা মেঘখন্ড জোছনাস্নাত হয়ে রাত্রির নির্মলতার সৌন্দর্যের আত্নপ্রকাশ বসন্তের আগমণের বার্তা ছড়িয়ে তুমি জাগালে নতুন প্রাণের পরশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।