আমাদের কথা খুঁজে নিন

   

দেশের চিকিত্‍সা ব্যবস্থা : মানবতার বাণী যেখানে পথ হারিয়ে নিভৃতে কাঁদে ।

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন মানুষ জীবনে চলার পথে অসুস্থ হয় । দেহযন্ত্রের কলকব্জাগুলো মাঝে মধ্যেই ঠিকমত কাজ করে না । আমাদের দেশের পরিপ্রেক্ষিতে কোন মানুষের কোন বড় ধরণের অসুস্থতা দেখা দিলে ওই রোগী ও রোগীর স্বজনেরা দিশেহারা হয়ে যান ।

তারা হয়ে পড়েন মানসিকভাবে বিপর্যস্ত । ঠিক তখনই তারা শরণাপন্ন হন ডাক্তারদের । তাদের কাছে তারা আশা করেন ভরসা । একটু মমতাময় দৃষ্টি আশা করেন । কিন্তু পাষাণের চেয়েও অধিক পাষাণ হৃদয় একটুও গলে না ।

বাংলাদেশে ডাক্তারদের পেশাগত ও সামাজিক মর্যাদা অন্য অনেক দেশের চেয়ে বেশি । তাই এদেশের প্রতিটি মা-বাবার আশা থাকে তার ছেলে বা মেয়েটি মেধাবী হবে,ভালো রেজাল্ট করে ডাক্তারী পড়তে মেডিকেল কলেজে যাবে । ডাক্তার হয়ে মানুষের সেবা করবে । এই পর্যন্তই স্বদিচ্ছা । তারপরই স্বপ্নের অপমৃত্যু ।

সেই সন্তান ডাক্তারীর মত অর্থকরী পেশা পেয়ে অর্থ রোজগারের নেশায় ডুবে যান । তারা ভুলে বসেন মানবিকতা । অসহায়ের আর্তি তাদের মাঝে কোন আবেদনই ফেলে না । ইদানিং মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েজে বেসরকারী মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তাররা । তাদের অনেকের ভাব দেখে মনে হয় যেন তারা অন্য গ্রহের লোক,এই গ্রহের কেউ না ।

আমার আত্মীয় ও প্রবীণ এক ডাক্তার কিছুদিন আগে কথা প্রসঙ্গে বলেছিলেন যে,বেসরকারী মেডিকেল কলেজ পাশ করা ডাক্তাররা চিকিত্‍সা ব্যবস্থার তেমন কিছুই জানে না । কিন্তু ভাব দেখায় বেশি । এদের কাছ থেকে কিছু আশা করাই বৃথা । বাংলাদেশে অনেক নামীদামী ডাক্তারের জন্ম হয়েছে । ডাঃ ইব্রাহিম(বারডেমের স্বপ্নদ্রষ্টা),ডাঃ এম আর খান,ডাঃ আব্দুল খালেক,ব্রিগেডিয়ার ডাঃ মালেকের মত জনপ্রিয় ডাক্তার অনেকদিন এই দেশের মানুষকে সেবা দিয়েছেন ।

আমরা আবারো তাদের মত কিছু ডাক্তার চাই । আমরা চাই চিকিত্‍সাব্যবস্থায় পরিবর্তন আসুক । ডাক্তারেরা হয়ে উঠুক মানুষের বন্ধু,মানবতার একনিষ্ঠ সেবক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.