আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে কি বিদেশীরা চাকরির জন্য আসবে ?

নিজের সর্ম্পকে বলার মতো আমার কোন অর্জন নেই

গেল রমজানের মাঝামাঝি সময়ে আমার অতি পরিচিত এক ব্যবসায়ীর সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি । কথা প্রসঙ্গে আমার সেই ব্যবসায়ী বন্ধু আমাকে জানালেন তার খুব কষ্টের কিছু কথা । আমার সেই ব্যবসায়ী বন্ধুর কষ্ট আর কিছু নয় স্বপ্নের দেশ আমেরিকায় যাওয়ার জন্য আমেরিকান এ্যাম্বেসি থেকে রিজেক্ট হয়ে উনি খুব ডিজেক্ট হয়েছেন । আমি জানতে চাইলাম প্রত্যাখ্যান হওয়ার হেতু কি যেহেতু ব্যাংক ব্যালেন্স দেখানো তাঁর জন্য ডাল ভাতের ব্যাপার । তাছাড়া সেখানে তার আত্মীয়ও আছেন ,নাগরিকত্ব পেয়েছেন অনেক দিন হলো ।

তাই তার ভিসা পাওয়ার সম্ভবনা শতভাগ নিশ্চিত ছিল । পরিশেষে জানতে পারলাম ভিসা না পাওয়ার জন্য রিজাল্ট কিছুটা খারাপ ছিল সেটি । ঠিক সেই সময় আমার এই ব্যবসায়ী বন্ধু আমাকে অনুনয় করলেন- যেহেতু আমার রিজাল্ট ভালো (যদিও আমার রিজাল্ট তেমন ভাল নয়) সেহেতু আমার উচিত হবে আবেদন করা । কিন্তু আমি তাঁর সাথে সহমত পোষণ তো দূরের কথা এমন একটি বিষয়ে অবতারন করি যা আমার সেই ব্যবসায়ী বন্ধুর বিশ্বাস তো হয়নি বরং সে আমার দিকে ভরু কুচঁকে এমন ভাবে তাকলো যেন আমার এই বোকার মতো উত্তরে সে খুব অবাক হয়েছে । আমার উত্তরটা শুনে হয়তো আমার অনেক পাঠক বন্ধুদেরও আমার সেই ব্যবসায়ী বন্ধুর মতো অবস্থা হবে আবার কেউ কেউ সমর্থনও দিতে পারনে ।

যাই হোক ;আমি উত্তর দিয়েছিলাম 'আমার বিদেশ যাওয়ার কোন ইচ্ছে নেই আপাতত ;তাও যদি কখনও যেতেই হয় তবে চাকরির জন্য নয় উচ্চ শিক্ষার জন্য যেত পারি । কিন্তু আমি যা বলতে চাই আজ থেকে বছর দশেক বছর পরে আজ যেমন বাঙ্গালিকে চাকরির জন্য বিদেশ যেতে হয় ,তেমনি অনেক বিদেশিরা দেখবে বাংলাদেশে আসবে চাকরির জন্য । '' তারপর থেকেই আমার মাথায় বারবার এই বিষয়টা ঘুরছে আমার এই ভবিষৎ বাণী কি ঠিক হয়েছে ,সত্যি কি তাই ঘটবে । যদিও উত্তর দেওয়ার সময় মুখ ফঁসকে আমি কতাটা বলিনি বরং আমার মাথায় তথন কিছু বিষয় ছিল তারই উপর ভিত্তি করে আমার এই হয়তো অনেকের কাছে অপরিমাণদর্শী এই বাণী বলা । তাই আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই 'বাংলাদেশ কি বিদেশীদের চাকরির জন্য স্বপ্নের স্থান হবে"? আমরা আজকের উদীয়মান অর্থনীতির দেশ চীনের দিকে লক্ষ্য করলে অবাক হবো সেখানে আজ একজন কৃষকেরও ব্যক্তিগত গাড়ী আছে ,দ্রুত গতীতে গ্রাম নগরায়নে রুপান্তর হচ্ছে ,চীনা বাসিদের ক্রয় ক্ষমতা দিনকে দিন ভয়ানক ভাবে বৃদ্ধি পাচ্ছে বস্তুত উদীয়মান যে কোন দেশের অর্থনীতির দিকে লক্ষ্য করলে মোটামুটি একই দৃশ্য চোখে পড়বে ।

আমরা অনেকেই যখন দেশের অর্থনীতির,উন্নয়নের হালচাল নিয়ে আলোচনা করি তখন আজকের মালয়েশিয়া,দক্ষিণ কোরিয়া,ভিয়েতনাম, সিঙ্গাপুর এসব দেশের উদাহরন দিয়ে বুঝাতে চেষ্টা করি আমাদের এবং এই সব দেশের যাত্রা এক সময়ে শুরু হয়েছিল বটে কিন্তু এরা আমাদের থেকে এখন যোজন যোজন দূরে কিন্তু আমরা এখনও তাদের চেয়ে কেনো পিছিয়ে আছি । আমরা স্বাধীনতার পর আজকের মালয়েশিয়া থেকে ছাত্ররা এসে আমাদের দেশে শিক্ষা বৃত্তি নিয়ে লেখা পড়া করে আজ তারা আমাদের পদ্মা সেতুতে ঋণ দিতে চায় ,আমাদের দেশ থেকে শ্রমিক নেওয়ার সাহস করে । কিন্তু আমরা আজও সেই তিমিরে রয়েছি । তাই আমি এখানে এই বিষয় গুলো ধারাবাহিক ভাবে আলোচনা করতে চাই বাংলাদেশের উন্নয়ের জন্য কি করতে হবে ,কি পলিসি নিতে হবে । আমাদের মতামত আমার কাম্য ।

আশা করি সাহায্য পাব ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.