আমাদের কথা খুঁজে নিন

   

দেবদাস

ওরে দেবদাসরে তোর মত কপাল কি আমারে তোর মত পার্বতী আমারও তো ছিল একজনা সেই যে চলে গেলো ফিরে এলো না (২) ওরে দেবদাসরে তোর মত কপাল কি আমারে ধর্মকে ফেলে দিয়ে বৈষম্য ভেঙ্গে দিয়ে অন্তেরে চেয়েছিলি পার্বতীরে ওরে দেবদাসরে তোর মত কপাল কি আমারে জীবনের অন্তে জীবনের সাধ ছিল এক পলক দেখবি পাবতী কত না সুখে আছে সে স্বামীর বাড়ি ওরে দেবদাসরে তোর মত কপাল কি আমারে তোর মত পার্বতী আমারও তো ছিল একজনা সেই যে চলে গেলো ফিরে এলো না (২) পার্বতীর বাড়ি কাছে গিয়ে তোর দিল মরণ কামড় পার্বতীর আদেশের হলো তোর চিতায় দহন (২) ওরে দেবদাসরে তোর মত কপাল কি আমারে তোর মত পার্বতী আমারও তো ছিল একজনা সেই যে চলে গেলো ফিরে এলো না (২) (প্রিয় ব্লগ পাঠক অথবা ব্লগার বন্ধু গান লেখার প্রথম প্রয়াসের ফসল এটি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।