আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে পিকেটিংয়ে মৃত্যুর ঘটনায় মামলা

মঙ্গলবার রাতে চিরিরবন্দর থানায় মামলা দুটি দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে।
একটি মামলা করেছে পুলিশ এবং অপরটি করে নিহতের পরিবার। পুলিশ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
চিরিরবন্দর থানার পরিদর্শক হারিসুল ইসলাম জানান, বুধবার সকালে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়েছে।  
এরা হলেন খামার সাতনালা গ্রামের মামুনুর রশিদ, রানীপুর গ্রামের আব্দুস ছামাদ এবং খোচনা গ্রামের আকতারুজ্জামান।

 
মঙ্গলবার হরতাল চলাকালে দিনাজপুর-রংপুর মহাসড়কে পিকেটিংয়ের সময় মারা যান ট্রাক চালক আব্দুল কুদ্দুস (৬০)। তার বাড়ি চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামে।  
পুলিশ পরিদর্শক হারিসুল বলেন, গাড়ীভাংচুর, সড়ক অবরোধসহ আতঙ্ক সৃষ্টির জন্য দ্রুত বিচার আইনে একটি মামলা করেন পুলিশের উপপরিদর্শক আজম হোসেন। এতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২০ জনকে আসামি করা হয়েছে।
নিহতের ছোটভাই দেলোয়ার হোসেনের করা হত্যা মামলাটিতে আসামি করা হয়েছে লরি চালক হাসান আলীকে (৩৬)।


ওই দুর্ঘটনায় গুরুতর আহত হাসান আলীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার ভোরে পিকেটাররা একটি ট্যাংকলড়ি লক্ষ্য করে ইট ছুঁড়ে মারলে চালক আহত হন এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময লরিটি একটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে ওই ভ্যানের আরোহী কুদ্দুস গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.