আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমতি বাসন্তি বালা

শাফিক আফতাব......................... আজ মনে নেই তোকে, তোর এলোচুল, লিকলিকে গা, কৃষ্ণভোমর চোখ ; বেলুনের মতোন নরম হাত, লাউডুগিআঙুল, আর নান্দনিক ভরাট বুক_ ধবধবে সাদা স্কুলড্রেস, কমদামী পাউডারের গন্ধ, দিনদরিদ্র্যের মলিন মুখ, তোকে মনে নেই আর, হাভাতে সংসারের আহাজারি, কান্না আর শোক। বই কেনার টাকা নেই বলে বন্ধ হয় তোর স্কুলে আসা যাওয়া, সার্বজনীন শিক্ষা তখন হয়নি দেশে, অনুদান নেই সরকারের ; ভাতের বদলে যখন মানুষ খেয়ে বাঁচতো শুধু হাওয়া_ কড়া সুদের তোড়ে গবাদী পশুর মতোন আটক দিতে প্রান্তিক মানুষের সেই তোরা মাঝিপাড়া ছেড়ে নিরুদ্দেশে গেলি, আর পাইনি খোঁজ পড়ালেখা তো হয়নি, কী খেয়ে বেঁচে আছিস তাই ভাবি বাল্য প্রেমিক আমি, তোদের দুঃখে কেঁদেছিলো আকাশ বাতাস তারা আর চাঁন সুরুজ। একটি টাকা দেয়নি কেউ, অথচ সমাজে অনেক সাহেব ছিলো দামী। মুখের বুলিতে অনেকে সমাজ গড়াতো, খেতে সুদঘুষ আর চোরামাল ; তাদেরই উত্তরাধিকারে সয়লাব দেশ, তারাই সাহেব এখন হায়! কলিকাল। ১৭.০৭.২০১৩


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.