আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে টিভি সিরিয়ালের বিরুদ্ধে বিক্ষোভ

ভারতের জনপ্রিয় চ্যানেল জি টিভিতে সম্প্রচারিত ‘জোধা-আকবর’ সিরিয়ালের বিরুদ্ধে দেশটির চণ্ডীগড়ে বিক্ষোভ করেছে রাজপুত সম্প্রদায়ের লোকজন। প্রতিবাদ সংঘর্ষে রূপ নিলে পুলিশ জলকামান ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এনডিটিভির খবরে বলা হয়, বিক্ষোভে অংশ নেওয়া রাজপুতদের সংগঠনগুলো ‘জোধা-আকবর’ সিরিয়ালে তাদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে। তারা অভিযোগ করে, প্রযোজক ঐতিহাসিক ঘটনাগুলো বিকৃত করেছেন।
বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় টেলিসিরিজ ‘জোধা-আকবর’ গত ১৮ জুন থেকে জি টিভিতে প্রচার শুরু হয়েছে। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রজত টোকাস ও পরিধি শর্মা।
এদিকে রাজপুত সম্প্রদায়ের বিক্ষোভ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি জি টিভি কিংবা ওই সিরিয়ালের প্রযোজক প্রতিষ্ঠান।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.