আমাদের কথা খুঁজে নিন

   

যাদের কাছের মানুষ বিদেশে থাকে তাদের জন্যে

মুক্ত আকাশ দেখব বলে বয়ে চলা। আকাশ কেন মুক্ত হয় না। (গল্পের প্রয়োজনে আসল নাম দেওয়া হল না) ঠিক গল্প নয়। জীবনের কথা। বছর খানেক আগের কথা।

আমার খুব কাছের বন্ধুর পরিবার ঢাকাতে থাকে। পরিবারে বাবা-মা-ছোট বোন। আর বন্ধু থাকে তার বৌ সাথে নিয়ে বিদেশে। ধরে নেই বন্ধুর নাম পবন। সেদিনের কথা।

ঢাকায় পবনের বাসায় মা আর ছোট বোন ছিল। পবনের বাবা বাইরে বেড়িয়েছেন কোন এক কাজে। দরজায় কলিং বেলের শব্দ। পবনের মা দরজা খুলে দেখেন একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে সামনে। খালাম্মা আমি লিপি—আপনার ছেলের ওখান থেকে এসেছি-মেয়েটি বলে।

পবনের মা বেশ অবাক হলেন। তার ছেলে অনেক বার ওখানকার লিপি ভাবীর কথা বলেছে। তিনি তাই লিপিকে ভিতিরে নিয়ে এলেন। পবনের ছোট বোন সুমিও এলো। পবনের মা ছেলের গল্প শুনছেন মনযোগ দিয়ে আর মনে মনে ভাল লাগা।

যদিও পবন প্রতি সপ্তাহেই ফোন করে। তারপরেও কাছে থাকা একজন মানুষ তার ছেলের সম্পর্কে বলছে শুনে বেশ ভাল লাগছে। লিপি বলছিল-জানেন খালাম্মা ক’দিন আগে আপনার ছেলের বিবাহ বার্ষিকীতে আমরা যা মজা করেছি! পবনের মা ভাল করেই জানেন ক’দিন আগে তার ছেলের বিবাহ বার্ষিকী গেছে। ছেলের জন্যে তার মনটাও খারাপ ছিল। বিয়ের পরেই ওরা চলে গেছে বিদেশে।

যাই হউক লিপি এভাবে খালাম্মার সাথে আড্ডা জমিয়ে তোলে। কিছুক্ষন পরে লিপি বলে—খালাম্মা আমার ড্রাইভারকে নিচে রেখে এসেছি, ওকে দিয়ে কিছু জিনিস কিনাব, আসলে আপনাকে কেমন করে যে বলি আমি বিদেশ থেকে এসে টাকা ভাঙ্গাতে পারিনি। আপনার কাছে যদি ৫০০০ টাকা থাকে তাহলে আমাকে একটু দেন। আর না থাকলে থাক। আমি পরে টাকা ভাঙ্গিয়ে কিনে নেব।

পবনের মা বলেন—কি বলে মেয়ে, ৫০০০ টাকা কি বেশী হল! আমি নিয়ে আসছি। দুপুরে আমাদের বাসায় খেয়ে যাবে। এই বলে তিনি ৫০০০টাকা দেন লিপিকে। লিপি বাইরে যায়—আর ফেরে না। ১ঘন্টা, ২ ঘন্টা---এভাবে অনেক্ষন।

কিছুক্ষন পর পবনের বাবা ফেরেন। ঘটনা সব শুনে কিছুটা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। সাথে সাথে ছেলেকে ফোন করেন-ছেলে নিজেও অবাক হয় তার সম্পর্কে এতো জানা মানুষটা কে? লিপি ভাবীতো এখনও এখানেই আছেন। (আসলে এরকম ২টা ঘটনা আমার চেনা-জানা মানুষদের মধ্যে হতে শুনেছি। আপনাদের যাদের প্রিয়জন বিদেশে থাকে একটু সতর্ক করে দেওয়াই আমার এ লেখার উদ্দেশ্য।

) ঘটনার এখানে শেষ নয়। পবনের ছোট বোন বাংলাদেশের সবচেয়ে নামী বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়ে। ঘটনার কয়েকদিন পর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সিড়িঁর দিকে তাকিয়ে ওর চক্ষু চড়ক গাছ। সেই মেয়েটি---হা সেইতো যে কিনা তাদের বাসা থেকে ৫০০০ টাকা নিয়ে এসেছে। সুমি কেন জানি বিশ্বাস করতে পারছে না, ভয়ও পায়।

কেন তা সে জানে না। শুধু পার্থক্য—এখন মেয়েটির মাথায় স্কার্ফ আর ফুল হাতা জামা। তখন স্কার্ফ মাথায় ছিল না……জামার হাতাও ছোট ছিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.