আমাদের কথা খুঁজে নিন

   

কনোকো ফিলিপসের সাথে চুক্তিতে গ্যাস রফতানি নিশ্চিত

আজ আমার মন ভাল নেই। সময় আর অসময়ের আধো আলো মুজাহিরুল হক রুমেন রফতানি নিশ্চিত করেই বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে পেট্রোবাংলার সাথে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের চুক্তি হয়েছে। গ্যাস রফতানির বিরুদ্ধে আন্দোলনের জবাবে সরকার রফতানির বিষয়টি বারবার অস্বীকার করলেও জ্বালানি বিশেষজ্ঞরা বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক এমএম আকাশ ও প্রকৌশলী কল্লোল মোস্তফার পৃথক গবেষণায় সরকারের গোপন রাখা ওই চুক্তি যে মডেল পিএসসি-২০০৮ (উৎপাদন মালিকানা বণ্টন চুক্তি) অনুসরণে করা হয়েছে তাতেই রফতানি নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, মডেল পিএসসি’র ধারা ১৫ দশমিক ৪ অনুযায়ী কোম্পানি যদি বছরে মোট গ্যাসের ৭.৫% হারে গ্যাস উত্তোলন করতে থাকে তাহলে ১৩.৩৩ বছরেরই সব গ্যাস উত্তোলিত হয়ে যাবে।

এছাড়াও পেট্রোবাংলা অনুমতি দিলে এর চেয়েও বেশি পরিমাণে গ্যাসও উত্তোলনের সুযোগ রাখা হয়েছে। সাগরের ওই ব্লকের পাশে থাকা ভারতীয় অংশে ১৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে আর মিয়ানমার পেয়েছে সাত ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের অংশে এখন একইভাবে সাত টিসিএফ এর মতো গ্যাস আবিস্কৃত হলেই ধারা ১৫ দশমিক ৪ অনুযায়ী কোম্পানি ৭ দশমিক ৫ শতাংশ হারে তারা বছরে ০ দশমিক ৫২৫ টিসিএফ বা ৫২৫ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাস তুলতে পারবে। দৈনিক উত্তোলন করতে পারবে ১ দশমিক ৪৩৮ বিলিয়ন ঘনফুট গ্যাস। বর্তমানে বাংলাদেশে গ্যাসের ঘাটতি রয়েছে ৫০০ মিলিয়ন ঘনফুট।

গবেষণায় দেখা গেছে, বছরে ৭ শতাংশ চাহিদা বৃদ্ধি ধরে পাঁচ বছর পর যদি গ্যাস আবিস্কৃত ও উত্তোলিত হয়, তখন গ্যাসের চাহিদা হবে দৈনিক ৭৫০ মিলিয়ন ঘনফুট বা ০ দশমিক ৭৫ বিলিয়ন ঘনফুট। গবেষণায় বলা হয়েছে, এখন কনোকো ফিলিপস যদি ৭ টিসিএফ এর গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক ১ দশমিক ৪৩৮ বিলিয়ন ঘনফুট গ্যাস তুলতে শুরু করে তখন বাংলাদেশ সর্বোচ্চ ব্যবহার করতে পারবে শূন্য দশমিক ৭৫ বিলিয়ন ঘনফুট। যার পরও দৈনিক অতিরিক্ত উত্তোলিত গ্যাসের পরিমান দাড়াবে শূন্য দশমিক ৬৮৮ বিসিএফ বা ৬৮৮ মিলিয়ন ঘনফুট। যা ব্যবহার করে এলএনজি প্লান্ট বসিয়ে বার্ষিক ৫ দশমিক ৩৭৫ মিলিয়ন মেট্রিক টন(এমটিপিএ) এলএনজি উৎপাদন করা সম্ভব। গবেষণায় বলা হয়, বাংলাদেশ প্রয়োজনের চেয়ে বেশি উত্তোলিত এই গ্যাস যখন ব্যবহার করতে পারবে না তখন চুক্তি অনুযায়ী পেট্রোবাংলা ওই গ্যাস এলএনজি আকারে রফতানির অনুমতি দিতে বাধ্য থাকবে।

এভাবে রফতানির মাধ্যমে কোম্পানি মাত্র ১৩ বছরে মধ্যেই তার বিপুল পরিমাণ মুনাফা তুলে নিয়ে যাবে। গ্যাস সংকটে ভুগবে বাংলাদেশ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.