আমাদের কথা খুঁজে নিন

   

একগুচ্ছ অণু কবিতা

আমি নিতান্তই একজন সাধারণ মানুষ । দেশের মাটি ও মানুষকে ভালবাসি । ছড়া, কবিতা, ফিচার, গল্প লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি । স্মৃতি স্মৃতি তুমি কা'র ? নেড়েচেড়েও মন ভরে না, জেগে ওঠে বারবার ! .......................... মগজ শূন্য মগজ শূন্যে জ্বালাই আগুন, মোম-ক্ষমতায় আনি ফাগুন ! তার বাড়ি তো দূরে নয়, আমার বুকের মধ্যে রয়। ............................. ভালবাসা মানুষকে ভালবাসুন, হৃদয়ের কাছে টানুন ; ভালবাসা বিহীন.. জীবন অর্থহীন। ......................... ঘরের লক্ষ্মী ঘরের লক্ষ্মী ঘরের শোভা, ফেলো কেন ছুড়ে ? হৃদয় পাখি উড়ে গেলে, ভস্ম হবে পুড়ে। ......................... চিনেছি গো তারে বহু দিন বহু বারে.. চিনেছি গো তারে ! মিলেছি মিশেছি, শুধুই ফেঁসেছি ! কেবলি নিয়েছো, কিছু কি দিয়েছো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।