আমাদের কথা খুঁজে নিন

   

একগুচ্ছ কবিতা



কবিতা-৬ জীবনকথা ম্রিয়মান জীবন বেড়ে ওঠে ইটের ওপর ইট গেঁথে সভ্যতা সমাজ ক্রমাগত সামনে এগিয়ে গেলে সংক্রামিত রোগে বিরান জীবন ও সভ্যতা পরিণাম শূন্যের কোঠায় জেনেও স্বপ্ন আসে দুচোখ তিলোত্তমা তোমাকে গড়তে এবং আকাশ জুড়ে সাদা পায়রা ভিড় করে ডানা মেলে আশা আশাকে ঘিরে দুরাশা বেড়ে ওঠে আগাছার মতো শিখা জ্বলে অতঃপর নিভে যেতে হবে জেনে কালো অথচ হরিণ চোখ নীলিমার অন্ধকারে তাকিয়ে থাকে এবং তাকিয়ে... কবিতা-৭ স্মৃতি নিয়ে মনে পড়ে স্বাতী তারা ধ্র“ব তারা কখনো কখনো বিছানায় লুটোপুটি করে জ্যোৎস্না দুধ ঢেলে দেয় গোলাপের রক্তে আলতা রাঙাই পাথর নদী সাঁতরে ... হিম অন্ধকার গন্ধ ঢালে বালিশ-রমণী হাসে দাঁত বের করে গোলাপ বনে শুয়োর ছানা পাশ দিয়ে ঢোকে এক টুকরো হাসি বিছানা গড়িয়ে দেহ জুড়ে ক্লান্তি আনে ঘুম আসে ... কবিতা-৮ সফেন শুভ্র সময় তালহীন ধূসর সময় সাদা শুভ্রতায় গলে পড়ে গন্ধহীন অন্ধ স্পর্শে পথে মগ্ন রঙে কবিতা অন্ধকারে হারায় স্পর্শ করতে পারি না বলে শুধু সাদা রঙ গন্ধ বিলায় চোখ দুটো ভীষণ অতীত অন্ধকারে কান্না হয়ে বিঁধে থাকে মুক্তি নেই সফেন শুভ্রতা ... কান্না জড়িত সুবাস বিরাট তিমির মতো মুখে হাসির রঙ ছড়িয়ে দেয় অন্ধকারে প্রতিবেশ ভরে ঝিলমিল করে মাল্টি রঙ দুঃখ শব্দে গন্ধে রূপে রসে যেন আমার মরা পৃথিবী ... শুভ্রতার কঠিন সময় গন্ধহীন মৃত সাদা শব্দ গ্রাস করে শ্রেয়তর বেলাভূমি ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।