আমাদের কথা খুঁজে নিন

   

একগুচ্ছ রুবাই

একটি হৃদয় হাজার আকাশ

১. সন্ধ্যায় যে পাখি নীড়ে ফিরে আসে আমি নই তার সাথী তোমাদের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে বসে থাকি একা সন্ধ্যাতারা নক্ষত্রালোকে বানাই বসতি। ২. হাজার রকম স্বপ্ন বুনি স্বপ্নগুলো আকর বাঁধে সেই আকরে স্বর্ণ ফলাই তা কি কারো কর্মে লাগে? স্বপ্ন আমার, আমার সোনা ইচ্ছে মতো ভাঙ্গা-বুনা কারো কাছে কেউ দায়ী না কারো কাছে কেউ দায়ীনা। ৩. খুলে দিয়েছিলো সে সর্বাঙ্গ তার অরণ্যে ঢেকে থাকা শরীর-সতর। খুলেনি শুধু প্রেমের পাপড়িগুলো অন্তরের বাহির-ভেতর। ৪. ছোট্ট একটি ঝুপড়ি ঘরে থাকি ছিদ্র দিয়ে চাঁদটাকে রোজ ডাকি চাঁদের আছে বিশাল আলোর খনি স্নিগ্ধ এমন আলোর পরশ পায় না বহুজনই।

৫. ভুলে গেছো তুমি সব কৈশোরের কলরব দলবেঁধে কানামাছি খেলা। ভুলি নাই শুধু আমি হার্দিক মাখামাখি স্মৃতি সুগন্ধি শুঁকে কেটে যায় বেলা-অবেলা। ৬. কী যে আমার মন! একটা করলে অন্যটাকে ভুলি সারাক্ষণ। তবু কেবল তোমার কথা, তোমার সাথের স্মৃতি ভুল পরেনা একটুও তা মন ভুলানো প্রীতি। ৭. শিল্পী আমি ছবি এঁকে যাই শিল্পী আমি জাল বুনে যাই সেই জালে ভাই স্মৃতি রেখে যাই শিল্পী আমি স্বপনে হারাই।

৮. দাগ কেটে যাবো, রাগ রেখে যাবো আছে যার পলিমাটি মনোজ সংসার। ক্ষতি করি নাই, নতি মানি নাই দোষ ছিলো নাকো কোনো আমার। ৯. রীতির কাছে ভীতি কাছে জড়ায়ে থাকে পা মন-পবনের কালো কাপন জড়ায়ে রাখে গা পা চলে না, গা সহে না কেমনে চলি পথ? আটকা পড়ে চলার গতি সাধের ভবিষ্যত! ১০. কার হাতে ফুল দেব, ফুল? সবাই যে বুঝে শুধু ভুল। তৃষ্ণার্ত পথিক আমি এতো কি আর বুঝিরে? ফুলগুলো রেখে যাবো পাথরে, পাথরে ...।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।