আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট খাঁচার পাখি

বুকের ভেতর এক গহ্বর আনুভব করি আমি, শরীরের ভেতরে। এক অন্ধকার গভীর গুহা। যেন দেহের প্রতিটি অঙ্গে-প্রতঙ্গে কেউ স্ক্রু-ড্রাইভার মেরে রেখেছে উল্টো করে। খুলে খুলে পড়ে খাঁচার প্রতিটি নাট-বোল্টু। জং ধরেছে প্রতিটি কব্জায়-কব্জায়। পিঞ্জরের ভেতর সারাটা জীবন ভাবের এক উদ্ভট খেলা খেলে গেলো নির্বোধ পাখিটি, ভয়ংকর বিধ্বংসী খেলা এক। ময়দানের এই আসল খেলার জগতে সকল মুখোশ আর লেবাশ ঝরে ঝরে পড়ে আজ, হয়ে আসে শ্বাসরোধ। হাঁপাতে-হাঁপাতে হাতজোড় করে সে, পুনর্মূষিকোভবই উত্তম মনে হয় তার। রে বোকা বিহঙ্গ, বগা-বগীর সেই অদ্ভুত খেলা খেলার সময় কি আর আসেনা তোর? ওয়াক্ত কি হয় না এই অপুষ্ট খোলস ছাড়ার? ১৬/০৮/২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.