আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে চালু হতে যাচ্ছে ঘোড়া চালিত ট্রেন – আবুইল্যা

হাসতে নাকি জানেনা কেউ কে বলেছে ভাই, এই যে দেখ কত হাসির খবর বলে যাই বাংলাদেশে চালু হতে যাচ্ছে ঘোড়া চালিত ট্রেন ভ্রাম্যমান পাকিনিধি । । ২৯ আগস্ট ২০১১ ঈদে যাত্রী বহনে ট্রেনের সময়সূচী শতভাগ সঠিক আছে বলে দাবি করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হাসে। গতকাল কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া সর্বমোট ৩৮টি ট্রেনের মধ্যে ৪১টি সময়মতো ছেড়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, “জোট সরকারের আমলে রেল লাইনে প্রচুর যানজট হতো।

শতশত ট্রেন রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আমরা সে যানজট দূর করেছি। ” সৈয়দ আবুল হাসে গণমাধ্যম সাংবাদিকদের সমালোচনা করেছেন। সমালোচনার এক পর্যায়ে তিনি হেসে দেন। মন্ত্রী বলেন, “কিছু সাংবাদিক আমার মেয়ে মেহেরজান বেগম রুবাইয়াতের সাথে প্রেমে ব্যর্থ হয়ে এখন আমার পিছে লেগেছে।

সাংবাদিকরা ভালো না, ওরা পেছনে লাগায়। ” ভোগান্তির কারণে ঢাকার মানুষ গ্রামে যাচ্ছে না, এমন অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বলেন “এবার দেশের রাস্তাঘাট ভালো থাকার কারণে ঈদের ২দিন আগেই সব মানুষ বাড়ি চলে গেছে। এখন পরিবহন শ্রমিকরা খাবে আর নির্মলেন্দু গুনের কবিতা পড়বে। ” কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গেলে মন্ত্রীকে দেখেই এক যাত্রী বলেন, “উনি নামেও আবুল, কামেও আবুল!” এসময় সাংবাদিকরা মন্ত্রীর মতামত জানতে চাইলে মন্ত্রী বলেন, “এতোক্ষণ কতো যাত্রী আমার সাথে হাসিমুখে কথা বলেছে, তখনতো মতামত জানতে চাননি। আপনারা আসলেই ভালো না, আপনারা পেছনে লাগান।

” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.