আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো জেমস এবং একজন ভক্তের আক্ষেপ

খুঁজে ফিরি আমার আমিকে একটা সময় James & Nagar Baul এর পাগল- পাগল ভক্ত ছিলাম আমারা সব বন্ধুরা, মিঃরা- বাঈ এর সাথে ঝাকা -নাকা কোমর দুলাইয়া বেড়িয়ে পরতাম পথে, কারন পথের বাপই বাপ, পথের মাই মা, গুরু আদর করে বলত দুষ্ট ছেলের দল- ছন্ন ছাড়ার দল আর আমরা বাজাতাম তালি, কৈশোরেই তারায় তারায় রটিয়ে দিতে চাইতাম প্রিয়তমার নাম, গুরু বলতেন, ভালবাসা সেতো পদ্ম পাতার জল, দুঃখের ফেরি করতেন তিনি, নিজেকে বলতেন দুঃখওয়ালা, আবার সেই তিনিই জাদুকর ভালবাসায় কাউকে লুটপাট করার ফাঁদ পাততেন। কেউ লুটপাট হোক বা না হোক আমরা ঠিকই লুটপাট হয়েছিলাম। যদিও আমাদের মুখে মুখে কথা হতো না উনার সাথে, তবে কথা হত মনে-মনে, গানে- গানে।তার মত আমাদেরও মাঝে মাঝে বড্ড একা লাগতো, অতীতের সাথে চলত কথোপকথন। কখনও আমরা ছুটতাম সুস্মিতার উড়ে যাওয়া সবুজ ওড়না ধরতে, কখনও হতাম লেইস-ফিতাওয়ালা। মা- বাবা কিংবা ৭১ এর মুক্তি- সংগ্রাম সবই গুরু তুলে এনেছিলেন তার গলায়, তবে আগের সেই জেমসকে পাই না বহুদিন,তার দায় কিছুটা মারজুক রাসেল অথবা জুলফিকার রাসেল এর কিছুটা প্রিন্স মাহমুদেরও। তাদের কথা- সুরে সেই জেমসের আবেদনই ছিল কিছু অন্য। তবু কোন অভিযোগ নেই গুরুর প্রতি, তুমি অনেক দিয়েছ আমাদের, আমরা জানি তুমি "আমাদেরই লোক- আমাদের ভাই"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।