আমাদের কথা খুঁজে নিন

   

নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের কাছে যে ওয়াদা করেছিলাম তার অনেক কিছুই পুরণ হয়েছে। কিছু ওয়াদার কাজ চলছে আর যা বাকি রয়েছে তা আগামীতে পুরণ করা হবে। আর এ জন্য আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে আহ্বান জানান তিনি। তিনি এ সময় বলেন, আশাকরি অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারব।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মুগদায় এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি এ আহ্বান জানান।

স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরি জনসভায় সভাপতিত্ব করেন। এর আগে ৫০০ শয্যা বিশিষ্ট মুগদা জেনারেল হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার এক ইফতার মাহফিলে বলেছেন, আগামীতে তাঁর দল ক্ষমতায় গেলে নতুন ধারার সরকার প্রবর্তন করা হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না। এ বক্তব্যে সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগেরবার বিএনপি ক্ষমতায় এসে হাওয়া ভবন সৃষ্টি করেছিল। এবার ক্ষমতায় আসলে নতুন হাওয়া ভবন খুলে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, মানি লন্ডারিং করবে।

এছাড়াও মা-বোনদের ইজ্জত নষ্ট করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করবে। জনগণকে এসব বিষয় মাথায় রেখে দুর্নীতিবাজদের থেকে দেশকে রক্ষার আহ্বান জানান তিনি। (বিস্তারিত আসছে....)।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।