আমাদের কথা খুঁজে নিন

   

পররাষ্ট্র সচিব হলেন শহিদুল হক

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার থেকেই তার পদোন্নতির আদেশ কার্যকর হয়েছে।
দীর্ঘ ১১ বছর বিশেষ ছুটিতে (লিয়েনে) থাকা শহিদুল হককে গত বছর অগাস্টে মহাপরিচালক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে আনা হয়। পরে তাকে অতিরিক্ত সচিব করা হয়।
পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান শহিদুল।
১৯৮৬ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে ছিলেন। ওই সময়টায় তিনি আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কাজ করেন।
দেশে ফেরার আগে জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার ‘আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব’ শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেয়া শহিদুল ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতোকোত্তর ডিগ্রি নেন।              

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.