আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ির তালা খুলবে এসএমএসে!!!

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নিরাপত্তা বিশেষজ্ঞ দাবি করেছেন, তিনি এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে স্রেফ মোবাইল থেকে একটি মেসেজ পাঠালেই গাড়ির তালা খুলে যাবে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাট সিকিউরিটি কনফারেন্সে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান আইসেক পাটনার্স-এর বিশেষজ্ঞ ডন বেইলি উদ্ভাবিত এই প্রযুক্তি প্রদর্শন করেছেন। ডন বেইলি দাবি করেছেন, তার এসএমএস প্রযুক্তিতে গাড়ি হ্যাক করাও সম্ভব। তবে, কোন গাড়ি এবং কি মডেলের গাড়ি হ্যাক করা সম্ভব সেটি তিনি গোপন রেখেছেন। বেইলি’র আরেক দাবি, এ প্রযুক্তি কেবল গাড়িতেই নয়, মোবাইল ফোন, ক্যাশ মেশিন এবং শিল্পপ্রযুক্তি প্রতিষ্ঠানও হ্যাক করে ফেলতে সক্ষম হবে। ডন বেইলি জানিয়েছেন, হ্যাক করা সম্ভব হচ্ছে, কারণ গাড়িতে যেসব বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহৃত হয় সেগুলো ওয়্যারলেস প্রযুক্তিতে বিঘ্নিত হয়। সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টিভি অনুষ্ঠান অপরাহ উইনফ্রের একটি পর্ব দেখে এ প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহী হয়েছিলেন বেইলি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।