আমাদের কথা খুঁজে নিন

   

স্টিফেন হকিং এবং তার “ব্রিফ হিস্টোরি অফ টাইম”

জ্যোতির্বিজ্ঞানী ও বিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং এর “ব্রিফ হিস্টোরি অফ টাইম” বা “কালের সংক্ষিপ্ত ইতিহাস” বিজ্ঞান বিষয়ক একটি জনপ্রিয় বই, আমি সম্প্রতি বইটা পড়া শুরু করেছি, আমার কাছে বইটা এতো মজা লেগেছে যে মনে হলো আপনাদের সাথে শেয়ার না করলে খারাপ লাগবে । আমি প্রথমে বইটি মনে করেছিলাম যে বেশ কঠিন ভাষায় লেখা হবে, কিন্তু আমার ধারণা ভ্রান্ত প্রমাণ করে স্টিফেন হকিং এর বইটি বেশ সহজ সরল ভাষায় পড়ছি এবং উপভোগ করছি ! এই বইটা স্টিফেন হকিং এর লেখা সম্ভবত সবচাইতে জনপ্রিয় বই ! এই বইটি প্রথম প্রকাশ পায় ১৯৮৮ সালে, এর মধ্যে বইটি ৯ মিলিয়নের বেশী বিক্রি হয়ে গেছে ! এটি প্রকাশের সাথ সাথে বেস্ট সেলার এর মর্যাদা পায় ! বইটির ভুমিকা লিখে দেন বিখ্যাত পদার্থ বিজ্ঞানী কার্ল সাগান ! এই বইটি মুলত মহাবিশ্ব এবং সৃস্টি রহস্যকে নিয়ে লেখা হয়েছে ! এছাড়া মাধ্যাকর্ষণ, কৃষ্ণগহ্বর, বিগ ব্যাং নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে এইখানে বইটির প্রকৃত মুল্য ১৮ $, তবে এখন ৭.৬৬ % ছাড় দিয়ে ১০.৩৪ $ এ বিক্রি হচ্ছে, যারা অরিজিনাল বইটি পেপারব্যাক এ কিনতে চান, তারা এই লিংকে ক্লিক করে এমাজন এ চলে যান ।http://www.amazon.com/Brief-History-Time-Stephen-Hawking/dp/0553380168 অথবা যারা ইবুক ভার্সন এ বইটা ডালো করতে চান বিনামূল্যে তারা এই লিঙ্ক এ ক্লিক করুন Click This Link আর যারা বাংলায় ইবুক ভার্সন এ বইটা ডালো করে পরতে চান তাদের জন্য মিডিয়া আগুনের এই লিঙ্ক ! http://www.mediafire.com/?5okstbb5xkk

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.