আমাদের কথা খুঁজে নিন

   

শূন্য মন্দির

চুপিসারে কে ভাঙ্গলো আমার মন্দিরের রুদ্র কারা । সোনার দেবতা আমার নিখাদ স্বর্নে গড়া । গড়েছিনু তারে যুগ-যুগ ধরে ,অন্তবিহীন দিশেহারা । পূজার থালা হাতে,শেফালী ঝরা প্রাতে ,তিমির অবগুন্ঠন ঘুচায়ে । দ্বার খানি যবে উন্মুক্ত করেছি ,চরনখানি দু-কদম উঠায়ে , দেহখানি মোর বিমূর্ত মূর্তি যেন থেমে যায় শীতল অন্তরে, কে ভাঙ্গলো আমার মন্দিরের দ্বার খানি যাদুর ছলে ,কঠিন মন্তরে । পূজা শেষে কাল রাতে ,আকাশের ভাষাহীনা নক্ষত্র রাজি সাক্ষী রেখে , পূজার বেদিতে তাকে ,বরন মালা কন্ঠে দিয়ে ,পূজিত আমি প্রণাম করেছি - জগতের সমস্ত ভালবাসার জলন্ত প্রদীপ খানি হিয়ায় ভরেছি । সেদিন সন্ধ্যায় ,বাতাসে- ছায়ার চলে গভীর খেলা কদম গাছের ছায়াটি ঘিরে । দেখলাম মন্দিরের দেবতা আমার খেলছে বিলাসে যূথী,কামিনীর সৌরভ ভিরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।