আমাদের কথা খুঁজে নিন

   

পাথর

ঊষর মরুর ধূষর বুকে একটি যদি শহর গড় , একটি হৃদয় সুখী করা তাহার চাইতে অনেক বড় । তোমরা আমায় পাথর ভাবো সত্যি আমি পাথর ? পাথর আমায় কে বানালো ? জবাব নাই সব নিথর ! তোমরা কাদো সবাই দেখে এতেই তোমরা জয়ী , পাথর কাদেঁ মুখ লুকিয়ে দেখে না তো কোয়ি । তোমাদের ব্যথা সবার কাছে হা হা কারে ভরে পাথরের ব্যথা রাস্তার মাঝে ধুলায় লুটিয়ে পরে । তোমরা মহৎ হাজার শোকেও পাথরকে দাও মান পাথর কেমন নিরদয় হলো সাজলো বেঈমান!!!!!! মায়া দয়া এক মুহুরতে উধাও কেন ভাবো ! তোমার শোকে তুমিই কাতর আমায় নিয়েও ভাবো।। কান্না তোমার বৃসটি হয়ে আমার বুকে পরে।। আমার কান্না মুখ লুকিয়ে পাথর সেজে ঘুরে...। বুকের ব্যথা আমারও হয় যেমন তোমার লাগে তুমি তাকে ব্যক্ত করো পাথর চাপে বুকের মাঝে। দুঃখ সুখের দুই ধারাতে সমোব্যথি দুজন, তোমার কথাই জয়ী হলো নিরবাক পাথরের মন!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।