আমাদের কথা খুঁজে নিন

   

[ইতিহাসের এই দিনে] ক্ষুদিরামের ফাঁসি (১১ই আগস্ট, ১৯০৮)

হা হা হা পায় যে হাসি!!! ক্ষুদিরাম সম্বন্ধে জানতে হলে প্রথম আলো, বাংলা উইকিপিডিয়া এবং ব্লগার পাপতাড়ুয়ার লেখা এই অসাধারন পোস্টটি খুব নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে, ক্ষুদিরামকে শাস্তি দেয়া হয়েছিল কয়েকজন "নিরপরাধ" মানুষকে হত্যার দায়ে যাদের মধ্যে শিশু এবং মহিলাও ছিলেন। এছাড়া ক্ষুদিরাম বঙ্গভঙ্গের তীব্রবিরোধী ছিলেন। তবে আমি ব্যক্তিগতভাবে তার অপরাধ বা আদর্শের চুলচেরা বিশ্লেষনের চেয়ে দেশপ্রেমকেই বেশি গুরুত্ব দিতে আগ্রহী। /* 'ইতিহাসের এই দিনে' সিরিজে মাঝে মাঝে খুব উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে এ ধরনের মিনি ব্লগ লেখার ইচ্ছা রাখি। উদ্দেশ্য - দিনটার কথা, এর গুরুত্বের কথা সবাইকে মনে করিয়ে দেয়া। পত্রিকার 'এই দিনে' সিরিজে যেমন থাকে লুই পাস্তুরের জন্মদিন, রানী এলিজাবেথের সিংহাসন আসনের দিন বা ফ্রান্সিস বেকনের মৃত্যুদিন, এ ধরনের লেখা এটা হবে না। */

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।